আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ৩৩৬ রানে বিশাল হারের পর লর্ডস পিচ নিয়ে সতর্ক ইংল্যান্ড শিবির। প্রথম দুই টেস্টে ব্যাটিং পিচ চেয়েছিলেন বেন স্টোকসরা। কিন্তু তৃতীয় টেস্টে ফিরছেন জোফ্রা আর্চার এবং গাস আটকিনসন। তাই পেস সহায়ক উইকেট চাওয়া হয়েছে। চার বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন আর্চার। ২০২১ ফেব্রুয়ারির পর থেকে কনুই এবং পিঠের চোটের জন্য মাঠের বাইরে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি আটকিনসন। এবার লর্ডসে ফিরতে চলেছেন তিনি। কোনও রাখঢাক না করে পেস সহায়ক উইকেটের দাবি জানান ইংল্যান্ডের কোচ।
এমসিসির প্রধান গ্রাউন্ডসম্যান কার্ল ম্যাক ডারমটকে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ম্যাকালাম পেস সহায়ক উইকেট চেয়েছে। গত মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসের পিচ থেকে সাহায্য পায় প্যাট কামিন্স এবং কাগিসো রাবাডা। ব্রেন্ডন ম্যাকালাম বলেন, 'ম্যাচটা এমনিতেই ব্লকবাস্টার হবে। তবে পিচে প্রাণ থাকলে টেস্ট আরও আকর্ষণীয় হয়।' প্রথম দুই টেস্টে পাটা পিচ চেয়েছিলেন ম্যাকালামরা। যাতে নিজেদের বাজবল স্টাইল ধরে রাখতে পারেন। এজবাস্টনে উপমহাদেশীয় পরিস্থিতি ছিল। কিন্তু ইংল্যান্ডের বোলারদের পেছনে ফেলে বাজিমাত করেন আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলের সঙ্গে ট্রেনিং করেন আর্চার। নিয়মিত প্র্যাকটিস স্ট্রিপে বল করেন। ম্যাকালাম জানান, লর্ডস টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে আর্চরের।
