আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরই ভারত-ইংল্যান্ড সিরিজের দামামা বেজে যাবে। টিম ইন্ডিয়াকে আগাম সতর্কবাণী জো রুটের। ভারতের বিরুদ্ধে সিরিজের পরপরই অ্যাশেজ। সামনে বিরাট সুযোগ। তবে ভারতীয় দলকেও হেলাফেলা করছেন না। তাঁর প্রথম চ্যালেঞ্জ ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তারপর নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ। ২০১০-১১ মরশুমের পরে আর অজিদের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ জেতেনি ইংল্যান্ড। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন রুট। তাঁর সংগ্রহ ১৩,০০৬ রান। ১৫,৯২১ রান করে সবার আগে শচীন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারকে তাড়া করছেন ইংল্যান্ডের ব্যাটার। 

প্রথম টেস্টের আগে একটি সাক্ষাৎকারে রুট বলেন, 'আমরা শুধু উত্তেজিত হতে পারি। এই সিরিজগুলোর জন্যই আমরা খেলি। আমাদের সামনে বিরাট সুযোগ। অ্যাশেজও‌ আসছে। ভারত সিরিজের সঙ্গে সেটাকে জড়িয়ে দেওয়া হবে। তবে তার আগে একটা দারুণ দলের বিরুদ্ধে আমাদের নিজেদের প্রমাণ করার লড়াই। সব ফরম্যাটে ভারতীয় দল এগিয়ে। সবদিকে ভারসাম্য আছে। সিম আক্রমণ ভাল, প্রতিভাবান ব্যাটাররা রয়েছে, শক্তিশালী স্পিন আক্রমণ। বিশ্বের যেকোনো প্রান্তে ওরা ভাল খেলার ক্ষমতা রাখে। তবে আমাদের ঘরের মাঠে রেকর্ড ভাল। তাই আমরা আত্মবিশ্বাস নিয়ে নামব। তবে আমরা ওদের সম্মান করি।' ভারতের বিরুদ্ধে রেকর্ড ভাল রুটের। ৩০ টেস্টে রান ২৮৪৬। গড় ৫৮.০৮। রয়েছে ১০টি শতরান এবং ১১টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২১৮। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে রুটের ব্যাটিং গড় ৭৪.৯৫। ১৫ টেস্টে রান ১৫৭৪। রয়েছে সাতটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৮০। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন রুট।