আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটে জীবনের সেরা ফর্মে আছেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই শতরান করেন। জোড়া সেঞ্চুরিতে রেকর্ডবুকে জায়গা করে নেন। শতরানের নিরিখে আলিয়েস্টার কুককে পেরিয়ে গেলেন। ইংল্যান্ডের ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ শতরানের নজির গড়েন। তাঁর একশোর সংখ্যা ৩৪। যা অবসরপ্রাপ্ত কুকের থেকে এক বেশি। ৩৩ বছরের ব্যাটারের টেস্ট রান ১২০০০ ছাড়িয়ে গিয়েছে। শচীন তেন্ডুলকরের রেকর্ডের থেকে বেশি দূরে নেই। টেস্টে মোট ১৫৯২১ রান মাস্টার ব্লাস্টারের। তাহলে কি শচীনকে ছাপিয়ে যাবেন রুট? একটি অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয় মাইকেল ভনকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, শচীনকে পেছনে ফেলে এগিয়ে যাবেন রুট। ভন বলেন, 'তিন হাজার রানে পিছিয়ে রুট। ওর সামনে তিন বছর আছে। যদি পিঠের সমস্যা না হয়, তাহলে ওর সম্ভাবনা থাকবে। আমার মনে হয় না এই সুযোগ ও হাতছাড়া করবে। ও আর অধিনায়ক নয়। আগের তুলনায় নিজের খেলা সম্বন্ধে স্বচ্ছ ধারণা আছে। ও না পারলে আমি অবাক হব। ও দুর্দান্ত খেলছে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আবার একটি মারাত্মক অভিযোগ করলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, বিসিসিআই কখনই ইংল্যান্ডের ব্যাটারকে একনম্বরে দেখতে চাইবে না। এই প্রসঙ্গে ভন বলেন, 'জো শচীনকে পেরিয়ে গেলে, সেটাই টেস্ট ক্রিকেটের জন্য সবচেয়ে ভাল বিষয় হবে। কারণ কখনই ইংল্যান্ডের একজন প্লেয়ারকে একনম্বরে চাইবে না বিসিসিআই। ওরা একজন ভারতীয় প্লেয়ারকেই শীর্ষে চাইবে।' তবে তাঁর সঙ্গে একমত নন অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, অ্যাশেজের পরই এর উত্তর দিতে পারবেন।
