আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে পঞ্চম দিন জয়ের জন্য ভারতের ভরসা ছিলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। কিন্তু দিনের শুরুতেই ফেরেন দু'জন। পেসের সামনে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। টেকেনি ওয়াশিংটন সুন্দরও। লর্ডস টেস্টের পঞ্চম দিন ক্রিজে মাত্র চার বল টেকেন। শূন্যতে আউট হন। আর্চার তাঁকে আউট করা মাত্র একটি পুরোনো টুইট সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। ইংল্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টে ২০১৫ সালে করা আর্চারের পুরোনো টুইট তুলে ধরা হল। লেখা হয়, 'ওয়াশিংটনে যেতে কতক্ষণ লাগে?' তাতে যোগ করা হয়, 'চার বল।' এই টুইটের এর থেকে ভাল টাইমিং হতে পারত না। ১৪০ কিলোমিটার বেগে গতির বলে আউট হন ওয়াশিংটন। মিডল এবং লেগ স্ট্যাম্প লক্ষ্য করে বল করেন আর্চার। সুন্দর ফ্লিক করার চেষ্টা করেন। আর্চারের বলে তাঁর হাতেই ধরা পড়েন।
১৯৩ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারানোয় বিপাকে পড়ে যায় টিম ইন্ডিয়া। পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১১২। জয়ের জন্য প্রয়োজন ছিল ৮১ রান। যশপ্রীত বুমরাকে নিয়ে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। জিততে পারলে একপ্রকার মিরাকেল হবে। চতুর্থ দিন শুরুতেই ভারতের ভরাডুবি। টপ অর্ডার দাঁড়াতে পারেনি। শূন্যতে ফেরেন যশস্বী জয়েসওয়াল। মাত্র ৬ রান করেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে তিনটে শতরান করা ভারত অধিনায়ক লর্ডস টেস্টে ব্যর্থ। রান পাননি করুণ নায়ারও (১৪)। আর্চার এবং স্টোকসের দাপটে শেষ হয়ে যায় ভারতের টপ এবং মিডল অর্ডার। রাহুল এবং পন্থকে ঘিরে টিকে ছিল ভারতের জয়ের আশা। কিন্তু পঞ্চম দিনের শুরুতেই ফেরেন দু'জন। ৩৯ রান করে আউট হন রাহুল। মধ্যাহ্নভোজের আগে নীতিশ রেড্ডির আউট বড় ধাক্কা। বুমরাকে নিয়ে চেষ্টা করছেন জাদেজা। দ্বিতীয় ইনিংসে ২২ রানে ৪ উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। তবে ব্যাট হাতে বিশেষ অবদান রাখতে পারেননি। যার পূর্ণ ফায়দা তোলে ইংল্যান্ড ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়া টিম। দশ বছর আগের টুইট ফিরিয়ে কটাক্ষ করা হয়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
