আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেও মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ। এদিন সম্ভবত ব্যাট করতে দেখা যাবে ভারতকে। সেক্ষেত্রে পন্থ নামবেন কিনা তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পাওয়ার পর টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেটকিপিং দায়িত্ব সামলাচ্ছেন বলে বিসিসিআই নিশ্চিত করেছে। ২৪ বছর বয়সি ধ্রুব জুরেলকে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের সকালে গ্লাভস হাতে দেখা যায়, যা নিশ্চিত করে যে ঋষভ পন্থ এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। 

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিনে একটি ডেলিভারি আটকাতে গিয়ে বাঁ হাতের তর্জনিতে আঘাত পান পন্থ। এরপর তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। বিসিসিআই এদিন বিবৃতিতে জানিয়েছে, ‘ঋষভ পন্থ প্রথম দিন আঙুলে চোট পেয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন এবং তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের দায়িত্বে রয়েছেন’।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের স্কোয়াডে থাকলেও প্রথম দিনের দ্বিতীয় সেশনে হাতে চোট পেয়ে খেলা থেকে সরে দাঁড়ান ভারতীয় দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ঋষভ পন্থ। বাঁ হাতের তর্জনিতে আঘাত পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি। বর্তমানে তিনি বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন বলে বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই জানিয়েছে, ‘টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ বাঁ হাতের তর্জনিতে আঘাত পেয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে উইকেটকিপিং করছেন ধ্রুব জুরেল’।

জানা গিয়েছে, পন্থের চোট গুরুতর হওয়ায় ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরেও তিনি স্বাভাবিকভাবে খেলায় ফিরতে পারেননি। ফলে, ধ্রুব জুরেল তৃতীয় টেস্টের মূল একাদশে না থাকলেও তাঁকে উইকেটের দায়িত্বে আনা হয় পন্থের পরিবর্তে। ঘটনাটি ঘটে ইনিংসের ৩৪তম ওভারে। সেই সময় বল করছিলেন যশপ্রীত বুমরা। তাঁরই একটি ডেলিভারি লেগ সাইড দিয়ে যাওয়ার সময় বল বাঁচাতে পন্থ ডাইভ দেন বাঁ দিকে এবং তখনই তাঁর বাঁ হাতের তর্জনিতে চোট লাগে। ব্যথায় মুখ কুঁচকে তাঁর। তারপরেও তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পরেই দেখা যায় তিনি বারবার হাত নাড়ছেন অসহ্য যন্ত্রণায়। ফিজিও এসে মাঠেই চিকিৎসা করেন, কিন্তু বুমরার ওভার শেষ হতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ।