আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক পিছু ছাড়ে না আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। পেনাল্টি স্পট থেকে গোললাইন, পৃথিবীর রহস্যময় সরণী। সেই সরণীতে 'দাদাগিরি' দেখান মেসির দলের গোলকিপার। শুট আউটের সময়ে প্রতিপক্ষের পেনাল্টি থামান আবার অঙ্গভঙ্গি করে প্রচারের আলো কেড়ে নেন। এহেন বিশ্বজয়ী গোলকিপার আরও একবার খবরের শিরোনামে। 

এবার অবশ্য গোল বাঁচানো নয়, আপত্তিজনক আচরণ ও ফিফার ফেয়ার প্লে নিয়ম লঙ্ঘন করার কারণে মার্টিনেজকে দু' ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। 

এই নিষেধাজ্ঞার কারণে ১১ অক্টোবর ভেনিজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। এই দুটো ম্যাচই ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের। 

দুটি পৃথক ঘটনার জন্য মার্টিনেজের উপরে দু' ম্যাচের শাস্তির খাঁড়া নেমে এসেছে। ৬ সেপ্টেম্বর চিলিকে হারানোর পরে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে অঙ্গভঙ্গি করেন তিনি। ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ হারের পরে ক্যামেরাম্যানকে তিনি মারধর করেন। এই দুটি পৃথক ঘটনার কারণেই ফিফার শাস্তি নেমে এসেছে মার্টিনেজের উপরে। 

দেশের জার্সিতে মার্টিনেজ কাতার বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। পেনাল্টি বাঁচিয়েছেন আর্জেন্টিনার শেষ প্রহরী। বিশ্বকাপ ফাইনালেও মার্টিনেজ অবিশ্বাস্য কিছু সেভও করেন। কোপা আমেরিকাতেও মেসিকে স্বস্তি দিয়েছেন তিনি। সেই মার্টিনেজ এবার দু' ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষিত হলেন।