আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার স্বপ্নভঙ্গ হয়েছে। সেমিফাইনালে থেমে গিয়েছে দৌড়।
এই পরিস্থিতিতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে বার্সা। রবিবার সেই এল ক্লাসিকো, যা নির্ধারণ করবে লা লিগার ভাগ্য।
লা লিগার পয়েন্ট টেবিলে ৩৪ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। রিয়াল ৪ পয়েন্টে পিছিয়ে। এল ক্লাসিকোর দিকেই নজর ফ্লিকের। তিনি বলেন, ''মিলানে হারের পরে আমরা সবাই জানি এল ক্লাসিকোর লড়াই সহজ হবে না। এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে। এল ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।''
লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের এখন ক্লাসিকোতে একশো শতাংশ দিতে হবে।
চলতি মরশুমে চতুর্থবার লড়াই বার্সা ও রিয়ালের। আগের তিনটি ম্যাচে জিতেছে ফ্লিকের বার্সা। রবিবারের ক্লাসিকো জিতলেই খেতাবের আরও কাছে পৌঁছে যাবে বার্সেলোনা।
