আজকাল ওয়েবডেস্ক: একাধিক সমস্যার মধ্যেই সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। টাইব্রেকারে শিল্ড ফাইনাল হারের পর থেকেই অস্কার ব্রুজোর সংসারে অশান্তি। সন্দীপ নন্দীকে নিয়ে বিতর্ক। যা চরমে পৌঁছয়। এই বিতর্কের আবহের মধ্যেই সুপার কাপ খেলতে গোয়ায় পাড়ি দেয় ইস্টবেঙ্গল দল। সেখানেও সমস্যার শেষ নেই। মাঠ নিয়ে অসন্তুষ্ট অস্কার। মোহনবাগানের ম্যাচগুলো ফাতোর্দায় হবে। ইস্টবেঙ্গলের খেলাগুলো বাম্বোলিমে।‌ যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে লাল হলুদ শিবির। এইসবের মধ্যেই শনিবার ডেম্পোর বিরুদ্ধে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। ডেম্পো-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। 

আইএফএ শিল্ডে রানার্স হওয়ার পর, এবার সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য ইস্টবেঙ্গলের। ২০২৪ সালে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে সুপার কাপ জেতে লাল হলুদ। ২০১৮ অভিষেক বছর রানার্স হয়। ১০ বছর পর ডেম্পোর বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। রিয়েল কাশ্মীরের জায়গায় সুপার কাপে খেলার সুযোগ পেয়েছে গোয়ার দল। সমস্ত বাধা বিপত্তি উড়িয়ে সুপার কাপে ফোকাস করতে তৈরি লাল হলুদের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'দলের মেজাজ ইতিবাচক। দল সুপার কাপ জিতে এএফসিতে খেলার ছাড়পত্র পাওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে ভাল খেলেছি। দলে একাধিক পরিবর্তন হয়েছে। নতুনদের আমাদের প্লেয়িং স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। আমরা আবার দেশের সেরা ক্লাগুলোর সঙ্গে লড়াই করতে প্রস্তুত।' 

ডেম্পোর দায়িত্বে প্রাক্তন ফুটবলার সমীর নায়েক। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে গোয়ার দল। গোয়া প্রো লিগে এখনও পর্যন্ত অপরাজিত ডেম্পো। টেবিলে চার নম্বরে রয়েছে। তারমধ্যে দুটো জিতেছে, চারটে ড্র হয়েছে। গত আই লিগে ষষ্ঠ স্থানে শেষ করে গোয়ার ক্লাব। তবে বর্তমান ফর্ম অনুযায়ী সমীর নায়েকের দলকে হেলাফেলা করা যাবে না। যদিও ফেভারিট হিসেবেই নামবে ইস্টবেঙ্গল।