আজকাল ওয়েবডেস্ক: মিগুয়েল ও মহম্মদ রাশিদের ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামা পাকা হয়ে গিয়েছে।
দুটো পজিশনের জন্য বিদেশি ফুটবলারের খোঁজে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এক জন ভাল মানের সেন্টার ব্যাক ও ভাল মানের স্ট্রাইকারকে দলে চাইছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব।
একাধিক ফুটবলারের জীবনপঞ্জী জমা পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে সেই সব সিভি। দ্রুতই স্থির হয়ে যাবে দুই পজিশনের দুই বিদেশি ফুটবলারের নাম।
গত বার দিয়ামান্তাকোসকে দলে নিয়েও সাফল্য আসেনি। আইএসএলের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিক স্ট্রাইকার বলেছিলেন, সতীর্থরা তাঁর খেলার ধরনের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেননি। ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সুপার কাপের আগে কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ক্লাব ত্যাগ করেন ব্রাজিলীয় তারকা।
সেই কারণে এবার বেশ ভাল মানের বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। গতবারের ভুল এবার করতে রাজি নয় ইস্টবেঙ্গল। রক্ষণকে শক্তিশালী করার জন্যও ভাল বিদেশি ডিফেন্ডারের খোঁজে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গতবার হেক্টর ইউস্তে ও হিজাজি মাহের রক্ষণভাগকে নির্ভরতা দিতে পারেননি।
এবার কী হবে তা সময় বলবে। তবে প্রতিটি পজিশনের প্রতিটি খেলোয়াড় নির্বাচনের পিছনে রয়েছে দীর্ঘ আলোচনা, সংশ্লিষ্ট খেলোয়াড়দের দক্ষতা, মেধার উপরে জোর দেওয়া হচ্ছে।
