আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট বেড়েই চলেছে। আগের দিনই জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাতেই প্রচণ্ড চটে গিয়েছে পিসিবির কর্তারা। কোনও রাখঢাক না করে, একপ্রকার হুমকি দিয়ে বসেন বোর্ডের চেয়ারম্যান। মহসিন নাকভি সরাসরি বলেন, 'আমাদের থেকে আর ভাল ব্যবহারের প্রত্যাশা করো না।' এই একটি বাক্যই বলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে কতটা ক্ষিপ্ত তাঁরা। শুক্রবার বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই বিষয়ে হতাশা ব্যক্ত করতে দ্বিধা করেননি পিসিবির চেয়ারম্যান। নাকভি বলেন, 'গত কয়েক বছরে পাকিস্তান একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি সেটা আমাদের থেকে সবসময় আশা করা হবে না।' লাহোরে সাংবাদিকদের এমনই জানান পিসিবির প্রধান। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা না হলেও প্রায় চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। ভারতের খেলার কথা লাহোরে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পর সূচিতে কিছু পরিবর্তন হবে। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হতে পারে। গত কয়েক বছরে বেশ কয়েকটা হাই-প্রোফাইল টুর্নামেন্ট হয়েছে। সদ্য মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয় দুবাইয়ে। উল্লেখ্য, ২০১২-১৩ সালের পর আর কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তবে আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপে সামনাসামনি হয়েছে। ২০০৭ সালে শেষবার টেস্ট খেলেছে ভারত-পাকিস্তান। ২০০৮ সালে এশিয়া কাপে শেষবার পাকিস্তানের মাটিতে খেলে ভারতীয় দল। গতবছর পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কায় খেলে টিম ইন্ডিয়া। এবারও হয়তো শেষপর্যন্ত হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।