আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে আইপিএলের মেগা নিলাম। সবার নজর সেদিকেই। বর্তমান দল থেকে ছ'জনকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। তারমধ্যে পাঁচজন ক্যাপড প্লেয়ার হতে হবে। দু'জন আনক্যাপড প্লেয়ার থাকতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্স মূল্য বেড়ে ১২০ কোটি করা হয়েছে। গতবছর একেবারে টেবিলের তলানিতে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার ঘুরে দাঁড়াতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক বদলের পর রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার মধ্যে ইগোর লড়াই পারফরম্যান্সে প্রভাব পড়ে। এবার হয়তো আর মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে না রোহিতকে। কিন্তু হার্দিককে রিটেন করা হবে। এছাড়াও দলে আছেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং তিলক বর্মা। এদের মধ্যে কাকে রিটেন করবে মুম্বই, সেটাই দেখার।
বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, ১৮ কোটি দিয়ে দু'জন ক্রিকেটারকে রাখা যাবে। দু'জনকে ১৪ কোটিতে এবং একজনকে ১১ কোটিতে রাখা যাবে। জানা গিয়েছে, হার্দিকের আগে বুমরাকে রিটেন করবে মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়নদের দ্বিতীয় পছন্দ জুনিয়র পাণ্ডিয়া। কিন্তু হার্দিককে ১৮ কোটির বিশাল অর্থ দিয়ে রাখা উচিত হবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুললেন টম মুডি। প্রাক্তন আইপিএল জয়ী কোচ মনে করেন, গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁর পেছনে এত টাকা খরচ করা উচিত হবে না। মুডি বলেন, 'আইপিএলের আগের সংস্করণে যা হয়েছে, আমার মনে হয় রোহিত নিজেই থাকতে চাইবে না। আমি হলে বুমরা এবং সূর্যকুমারকে ১৮ কোটি দিয়ে রিটেন করতাম। হার্দিককে ১৪ কোটিতে নিতাম। ওর পারফরম্যান্স, ফর্ম এবং ফিটনেসের ওপর নির্ভর করবে। সবদিক বিবেচনা করার পরও কি ওকে ১৮ কোটি দিয়ে নেওয়া উচিত? ও কি তার যোগ্য? ১৮ কোটির প্লেয়ার মানে নিয়মিত ম্যাচ উইনার হতে হবে। গত কয়েক বছর ধরে নিলামের টেবিলে মুম্বই সমস্যায় পড়ছে। এমন প্লেয়ারদের রাখা হয়েছে, যাদের নিয়ে পড়ে সমস্যায় পড়তে হয়েছে। যেমন ঈশান কিষাণ এবং জোফ্রা আর্চার। কিন্তু মুম্বই কি রিটার্ন পেয়েছে? ঈশান দারুণ প্লেয়ার। কিন্তু ধারাবাহিকতা নেই। ব্যাট হাতে কটা ম্যাচ জিতিয়েছে? এই প্রশ্ন উঠবেই। রিটেন করার জন্য ১৪ কোটি খরচ করা হলে, পারফরমেন্সও তেমন হওয়া উচিত। কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে মুম্বাইকে।'
