আজকাল ওয়েবডেস্ক:‌ কিছুদিন আগেই পর্তুগালের হয়ে জিতেছিলেন নেশনস লিগ। সেই দিয়েগো জটা গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন বৃহস্পতিবার। লিভারপুল তারকা স্পেনে গাড়ি দুর্ঘটনায় পড়েন। গাড়িতে সঙ্গে ছিলেন তাঁর ভাইও। দু’‌জনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ বছরের ফুটবল তারকার এহেন মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।


জটা ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তাঁর জন্ম শহর পোর্তোতে। সেখানে খেলা শুরু করেন পাকোস দ্য ফেরেইরা একাডেমিতে। সেখান থেকে ২০১৬ সালে তিনি যোগ দেন স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে। কিন্তু ওই ক্লাবে খেলার সুযোগ না পেয়ে তিনি লোনে ফিরে যান পোর্তোয়। ২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভসয়ে সই করেন তিনি। ওই ক্লাবে তিনি ছিলেন দু’‌বছর। যেখানে কোচ হিসেবে পেয়েছিলেন পর্তুগিজ নুনো স্যান্টোকে।


এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে জটা যোগ দেন লিভারপুলে। ২০২৪–২৫ সালে লিভারপুলের হয়ে ইপিএল জেতেন তিনি। লিভারপুলের হয়ে এই মরসুমে ২৬ ম্যাচে ৬ গোল করেছিলেন জটা। 


জাতীয় দলে তাঁর অভিষেক হয় ২০১৯ সালে। ইউরো ২০২২ ও ২০২৪ এর দলে ছিলেন তিনি। চোটের জন্য ২০২২ বিশ্বকাপে সুযোগ পাননি। কিছুদিন আগে দেশের জার্সিতে জেতেন নেশনস লিগ। ২০১৮–১৯ সালেও পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছিলেন তিনি। এছাড়াও লিভারপুলের হয়ে ২০২১–২২ মরসুমে এফএ কাপ জিতেছেন তিনি। সেই মরসুমেই লিভারপুলের হয়ে জেতেন লিগ কাপও।