আজকাল ওয়েবডেস্ক: ইডেন টেস্ট হারের পর থেকে পিচ নিয়ে বিতর্ক, কাটাছেঁড়া চলছে। এবার দল বাছাই নিয়ে গৌতম গম্ভীরকে একহাত নিলেন দীনেশ কার্তিক। সাই সুদর্শনকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। লাল বলের ক্রিকেটে বেশ কয়েকবার ব্যাট হাতে অবদান রেখেছেন ভারতীয় অলরাউন্ডার। তবে বেশিরভাগই লোয়ার অর্ডারে। এবার ওয়াশিংটনকে ওয়ান ডাউনে নামতে দেখে অবাক হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ ব্যাটিং পজিশন অনুযায়ী তিন নম্বর জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন দীনেশ কার্তিক। সুন্দরকে পছন্দ করেন গম্ভীর। কিন্তু তাঁকে তিন নম্বরে প্রমোট করার সিদ্ধান্তে অনেকেই অবাক। 

টিম নম্বরে নেমে কলকাতা টেস্টে দুই ইনিংসে ২৯ এবং ৩১ করেন ভারতীয় অলরাউন্ডার। ইডেন টেস্টে তাঁর ব্যাট থেকেই সর্বোচ্চ রান আসে। কার্তিক মনে করেন, এই ভূমিকা পালনের জন্য যে অত্যধিক ব্যাটিং প্র্যাকটিস করতে হয়েছে তাঁকে, তার জন্য বোলিংয়ে প্রভাব পড়েছে। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, 'টেস্ট প্লেয়ার ওয়াশিংটন সুন্দরকে কোন ভূমিকায় দেখা হচ্ছে? ও কি বোলার যে ব্যাট করতে পারে? যদি ওকে তিন নম্বরে পাঠানো হয়, তাহলে ওকে স্বাভাবিকভাবেই ব্যাটিংয়ে ফোকাস করতে বলা হচ্ছে। যেই মুহূর্তে ও নেটে ব্যাটিংয়ে বেশি সময় দেবে, স্বাভাবিকভাবেই বোলিংয়ে সময় কমে যাবে। দুটোই একইভাবে করা সম্ভব নয়।' 

কার্তিক মনে করেন, এই পরিস্থিতি সহজ নয়। কারণ স্টপ গ্যাপ হিসেবে ওয়াশিংটনকে তিন নম্বরে নামানো হচ্ছে। তামিলনাড়ুর ক্রিকেটার মূলত বোলার, যে ব্যাট করতে পারে। কিন্তু গম্ভীরের কোচিংয়ে ভূমিকা বদলে গিয়েছে। এই প্রসঙ্গে কার্তিক বলেন, 'বার্তা স্পষ্ট। ওরা ওয়াশিংটনের থেকে বড় রান চায়। এটা ওর বোলিংয়ে প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি একটু কঠিন।' সম্ভবত দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না শুভমন গিল। গুয়াহাটিতে ওয়াশিংটনকে গম্ভীর কোন ভূমিকা দেবেন সেটাই দেখার।