আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উইকেটকিপার–ব্যাটার দীনেশ কার্তিক। এরপরই কোচিংয়ে চলে আসেন তিনি। ২০২৫ আইপিএলে আরসিবির কোচিং টিমে ছিলেন তিনি। এবার বিদেশের লিগেও কোচ কার্তিকের গুরুত্ব বাড়ল। দ্য হান্ড্রেড লিগে এবার কোচ হিসেবে দেখা যাবে কার্তিককে। লন্ডন স্পিরিটের মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন কার্তিক। 


২০২৬ হান্ড্রেড লিগে কার্তিককে দেখা যাবে এই ভূমিকায়। এই প্রথম দেশের বাইরে কোচিং করতে যাচ্ছেন তিনি। কার্তিকের যোগদানে খুশি ওই ফ্রাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌লন্ডন স্পিরিটে দীনেশ কার্তিককে স্বাগত।’‌ 


২০২৫ সালে আরসিবির মেন্টর পদে দেখা গিয়েছিল কার্তিককে। বিরাটদের আইপিএল জয়ে বড় ভূমিকাও ছিল কার্তিকের। ২০২৪ আইপিএল খেলার পরেই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তারপর দেশের বাইরে বেশ কিছু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কার্তিককে খেলতে দেখা গিয়েছিল। নতুন দায়িত্ব পেয়ে কার্তিক বলেছেন, ‘‌নতুন দলে যোগ দিতে পেরে ভাল লাগছে। ইংল্যান্ডে কাজ করব ভেবে ভাল লাগছে। তাও আবার লর্ডসে। এর থেকে ভাল আর কিছু হয় না।’‌


দেশের হয়েও লম্বা কেরিয়ার রয়েছে কার্তিকের। ২৬ টেস্টে করেছেন ১,০২৫ রান। শতরান রয়েছে একটি। সর্বোচ্চ অপরাজিত ১২৯। ক্যাচ নিয়েছেন ৫৭। স্টাম্পিং ৬টি।


৯৪ একদিনের ম্যাচে করেছেন ১,৭৫২ রান। অর্ধশতরান রয়েছে ৯টি। সেরা ৭৯। ক্যাচ নিয়েছেন ৬৪। স্টাম্পিং ৭।


আর টি–টোয়েন্টি আন্তর্জাতিকে ৬০ ম্যাচে করেছেন ৬৮৬ রান। অর্ধশতরান একটি। সর্বোচ্চ ৫৫। ৩০টি ক্যাচ ও স্টাম্পিং রয়েছে ৮টি।