আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার করে নিল ডায়মন্ড হারবার এফসি। আগামী দিনেও তারা কলকাতা লিগে অংশ নেবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করবে।
কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মহামেডান স্পোর্টিং ম্যাচ নিয়েই যত গন্ডগোল। ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভূমিপুত্রের নিয়ম ভেঙেছিল সাদা-কালো শিবির। ডার্বির ফলাফল হয়েছিল ২-২। ইস্টবেঙ্গল নিয়মভঙ্গের অভিযোগ করার পরে সোমবার আইএফএ সিদ্ধান্ত নেয় মঙ্গলবার ওই বিষয়ে জরুরি ভিত্তিতে বেঠক ডাকা হবে।
শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে মহামেডানের ভুল প্রমাণিত হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় সেই ম্যাচের পুরো পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল। এই সিদ্ধান্তের ফলে কার্যত লিগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে লাল-হলুদ। ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গলের মধ্যে পয়েন্টের ব্যবধান ৪। স্বাভাবিক ভাবে এই সিদ্ধান্তে খুশি নয় ডায়মন্ড হারবার।
চলতি মরশুমে তারা কলকাতা লিগ থেকে নাম তুলে নিল। আগামী মরশুমেও খেলবে কিনা, তা পরবর্তীকালে ভেবে দেখবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, বুধবার রাতে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত আইএফএ-কে চিঠি পাঠিয়ে জানিয়ে দেবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।
