আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্য়াপিটালস। সেই ম্যাচের  বল গড়ানোর আগেই মাঠেই লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। 

খেলা শুরু হওয়ার মিনিট কুড়ি আগেই এমন ঘটনা ঘটে গেল। মাহবুব আলি জাকিকে সিপিআর দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয় মাহবুব আলি আর নেই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার শাকিব আল হাসান। তিনি  সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''কোচ মাহবুব আলি জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই তাঁকে চিনতাম।  তাঁর সঙ্গে আলাপচারিতার মধুর স্মৃতিগুলো আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তও ছিল ক্রিকেট মাঠে যে কাজটা তিনি সবচেয়ে করতে পছন্দ করতেন। মাহবুব আল জাকির পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।'' 

 
মাহবুব আলি অসুস্থ হওয়ার পর মাঠে লুটিয়ে পড়ায় তাঁকে কেন্দ্র করে তৈরি হয় জটলা। ঢাকা ক্যাপিটালস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অসুস্থ হওয়ায় মাহবুব আলি মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা যায় তিনি আর নেই। জাকির মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটমহলে।