আজকাল ওয়েবডেস্ক: সমস্ত রেকর্ড ভেঙে ফেললেন ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন তিনি। ভারতীয় মুদ্রায় ৮.৩ কোটি দিয়ে তাঁকে সই করাল প্রিটোরিয়া ক্যাপিটালস। তাঁকে তুলে নেওয়ার ক্ষেত্রে অবদান সৌরভ গাঙ্গুলির। প্রোটিয়া তারকার জন্য নিলামে প্রথম বিড করেন তিনিই। ক্যাপিটালসের নতুন হেড কোচ সৌরভ। সেই বিড ছাপিয়ে যায় আইডেন‌ মার্করামকে। নিলামের রুমে সবাইকে অবাক করে দেয়। ব্রেভিসের নাম ডাকা মাত্র ঝাঁপিয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিরা। জোবার্গ সুপার কিংস এবং পার্ল রয়্যালসের মধ্যে প্রাথমিক লড়াই শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যে অঙ্ক দশ মিলিয়ন ছাড়িয়ে যায়। যাতে অবাক হয়ে যায় সকলে। রয়্যালস পিছিয়ে পড়ার পর মনে হয় জোবার্গ সুপার কিংস বাজি মেরে দেবে। কিন্তু গাঙ্গুলির দল ১০.১ মিলিয়ন অফার দেয়। স্টিফেন ফ্লেমিং এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে তুল্যমূল্য লড়াই চলে। বাড়তে থাকে দর।

একসময় ব্রেভিসের জন্য ১৫ মিলিয়ন দর হাঁকায় জেএসকে। যার ফলে কিছুটা থমকে যায় ক্যাপিটালস। কিন্তু হার মানেননি সৌরভ। ১৬.৫ মিলিয়ন দর হাঁকান। শেষপর্যন্ত ব্রেভিসকে তুলে নেয় ক্যাপিটালস। নাটকীয় নিলামের পর প্রোটিয়া তারকার প্রশংসা করেন সৌরভ। বলেন, 'আশা করছি ও ভাল করবে। ও খুবই প্রতিভাবান। গত দেড় বছরে অনেক উন্নতি করেছে। যা আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখেছি। সেই সফরে দেখিয়ে দিয়েছে, ও গেমচেঞ্জার।‌ টি-২০ ক্রিকেটে সেটাই দরকার। আমদের রাসেল, রুদারফোর্ড রয়েছে। প্রয়োজনে ওরা পার্থক্য গড়ে দিতে পারে। আশা করব ব্রেভিসও তাই করবে। আমি পারফরম্যান্সের সঙ্গে টাকা মেলাই না। ১৬.৫ মিলিয়ন বাদ দিলে, আমার মনে হয় ও খুবই প্রতিভাবান। ও খুব ভাল স্পিন খেলে। যা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু মাথায় রেখেই ওকে কেনা হয়েছে।' প্রসঙ্গত, আগের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেন ব্রেভিস। ৬ ম্যাচে ২২৫ রান করেন।স্ট্রাইক রেট ছিল ১৮০। দুটো অর্ধশতরান করেন। এবার দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে সবচেয়ে দামী প্লেয়ার তিনি। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ইতিহাস ছোঁয়ার চেষ্টা করবে প্রিটোরিয়া ক্যাপিটালস।