আজকাল ওয়েবডেস্ক: আইসিসির ওপর ক্ষেপে লাল ডেভিড মিলার। তাঁর শতরানও বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৬৩ রান তাড়া করতে নেমে ৫০ রানে হারে প্রোটিয়ারা। হারের পর ক্ষোভে ফেটে পড়েন সেঞ্চুরিয়ান। যাবতীয় ক্ষোভ উগরে দেন আইসিসির ওপর। ম্যাচের সূচি নিয়ে প্রশ্ন তোলেন। নিজেদের গ্রুপ ম্যাচের শেষে পাকিস্তান থেকে দুবাই উড়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে একটি দলের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ায় কথা ছিল। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ভারত হারানোয়, সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। যার ফলে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে পাকিস্তানে ফিরতে হয় প্রোটিয়াদের। মিলার জানান, অল্প সময়ের মধ্যে তাঁদের ট্রাভেল করতে হয়েছে। এই সূচির প্রভাব তাঁদের খেলায় পড়ে। 

ডেভিড মিলার বলেন, '১ ঘণ্টা ৪০ মিনিটের বিমান যাত্রা। তবে আমাদের যেভাবে সেটা করতে হয়েছে, আদর্শ নয়। ভোরের বিমান ছিল। ম্যাচের পর আমাদের ফ্লাইট ধরতে হয়েছে। বিকেল চারটের সময় আমরা দুবাইয়ে পৌঁছই। পরের দিন সকাল সাড়ে সাতটায় আমাদের ফিরে যেতে হয়। এটা একেবারেই ভাল বিষয় নয়। এমন না যে আমাদের পাঁচ ঘণ্টার বিমান যাত্রা করতে হয়েছে। রিকোভার করার সময় ছিল আমাদের। তবে এটা আদর্শ পরিস্থিতি ছিল না।' সেমিফাইনালে ৬৭ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন মিলার। কিন্তু দলকে জেতাতে পারেননি। ফাইনালে প্রোটিয়া তারকার বাজি নিউজিল্যান্ড। ভারত ফেভারিট হনেও, কিউয়িদের জয় চান মিলার।