বলিউডের ‘খান ত্রয়ী’র মধ্যে এই বছর ৬০-এ পা দিতে চলেছেন সলমন খান। আগামী ২৭ ডিসেম্বর তাঁর ৬০তম জন্মদিন। আশ্চর্যের বিষয়, এত বড় মাইলফলক হলেও অনেকেরই যেন বিষয়টি খেয়াল নেই।

তবে নিজেই সকলকে মনে করিয়ে দিলেন সলমন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করে তিনি যেন স্পষ্ট করে জানিয়ে দিলেন, বয়স তাঁর কাছে শুধুই একটা সংখ্যা। এক্স-এ (পূর্বে টুইটার) অভিনেতা লেখেন, “আমি চাই, ৬০ বছরে পৌঁছেও যেন আমায় এমনই দেখায়! আর ঠিক ৬ দিন পরেই…”

শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, জিমে রয়েছেন সলমন। কালো স্লিভলেস ভেস্ট আর নীল শর্টস পরে ক্যামেরার সামনে পেশিবহুল বাহু ও শক্তপোক্ত পা প্রদর্শন করেছেন তিনি। ক্লিন-শেভ লুকেও নজর কেড়েছেন ‘ভাইজান’। ছবিগুলি দেখে বোঝার উপায় নেই যে তিনি ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে।
ভক্তদের প্রতিক্রিয়াও এসেছে ঝড়ের গতিতে। একজন লেখেন, “আপনি তো এখনও মাত্র ৩০-এর মতোই লাগছেন। আপনার মতো আর কেউ নেই।” আরেকজনের মন্তব্য, “ভাই, এবার একেবারে কিলিং লুক!”
উল্লেখ্য, চলতি বছরেই শাহরুখ খান ও আমির খান—দু’জনেই ৬০ বছরে পা রেখেছেন। তাঁদের জন্মদিন উপলক্ষে একাধিক পুরনো ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তবে সলমন খানের জন্মদিনে তেমন কোনও বিশেষ পরিকল্পনার কথা এখনও শোনা যায়নি।

সলমনকে শেষবার দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজনের সঞ্চালক হিসাবে। এই সিজনে বিজয়ীর শিরোপা জেতেন গৌরব খান্না।

আগামী দিনে সলমনকে দেখা যাবে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এ। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া, যিনি ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’-র জন্য পরিচিত।

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে সলমন জানান, ‘ব্যাটল অফ গালওয়ান’ তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন ছবি। অভিনেতার কথায়, “এটা ভীষণ শারীরিক পরিশ্রমের কাজ। প্রতি বছর, প্রতি মাস, এমনকি প্রতিদিনই বিষয়টা আরও কঠিন হয়ে উঠছে। এখন আমাকে বেশি সময় দিতে হয়। আগে এক-দু’সপ্তাহে যা হয়ে যেত, এখন দৌড়নো, লাথি মারা, ঘুষি, সব কিছুর জন্য বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। এই ছবিটাই সেই দাবি রাখে।”
৬০ ছুঁয়েও ফিটনেস, আত্মবিশ্বাস আর স্টারডমে যে সলমন খান এখনও অনন্য, তা নতুন করে প্রমাণ করলেন ‘ভাইজান’ নিজেই।