আজকাল ওয়েবডেস্ক: রূপকথার বিদায় বলতে যা বোঝায় তা হল না। 

হার দিয়ে শেষ হল দারুণ এক অধ্যায়। মধুরেণ সমাপেয়ৎ হোক, সেটাই চান সবাই। কিন্তু লুকা মদ্রিচের জন্য শেষটা হল অন্যভাবে। 

প্য়ারিস সাঁ জাঁ-র কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হতে হল রিয়াল মাদ্রিদকে। ক্লাব বিশ্বকাপে থেমে গেল রিয়ালের দৌড়। 

[আরও পড়ুন: ল ও ব্যাট হাতে অনন্য বোল্ট, কিউয়ি তারকার দাপটে ফাইনালে খেলার আশা জিইয়ে রাখল নিউ ইয়র্ক ]

ফিফা ক্লাব বিশ্বকাপের সোশ্যাল মিডিয়ায় মদ্রিচের ছবি পোস্ট করে লেখা হয়, ''থ্যাঙ্ক ইউ, মদ্রিচ।'' 

 

?ref_src=twsrc%5Etfw">July 10, 2025

৩৯ বয়সী ক্রোয়েশিয়ান তারকা মাঠে নামেন ৬৪-তম মিনিটে। ততক্ষণে খেলার রাশ চলে গিয়েছে পিএসজি-র হাতে। ওই পরিস্থিতিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনাটা কঠিন ছিল মদ্রিচের পক্ষে। তবুও বর্ষীয়ান তারকাকে নিজের কাজ করতে দেখা গিয়েছে। যে কাজের জন্য তিনি বিখ্যাত। 

রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ ছিল এটাই। যদিও মে মাসে তাঁর আনুষ্ঠানিক ফেয়ারওয়েল হয়ে গিয়েছে বার্নাব্যুতে। মাঠেই শেষের গান গেয়ে ফেললেন তিনি। সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেন। পিএসজি-র খেলোয়াড়ররাও এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করেন। তাঁর প্রাক্তন মিডফিল্ড পার্টনার জাবি অ্যালন্সো এখন রিয়ালেরই কোচ। 

[আরও পড়ুন: কার মুখোমুখি হতে ভয় পেতেন ধাওয়ান? ভারতের প্রাক্তন ওপেনার নাম নিলেন দুই ভয়ঙ্কর পেসারের]

রিয়ালের হয়ে ১৩ বছরে প্রায় ৬০০টি ম্যাচ তিনি খেলেছেন। ২৮ টি ট্রফি জিতেছেন। ক্লাবের জার্সিতে   লুকা মদ্রিচ শেষ করলেন তাঁর বর্ণময় কেরিয়ার। গোটা কেরিয়ারে তাঁর উপরে বর্ষিত হয়েছে শ্রদ্ধা, ভালবাসা। তাঁর পরম্পরা কে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই এখন দেখার।