আজকাল ওয়েবডেস্ক: সিনিয়র রোনাল্ডোর নামের পাশে লেখা এক গোল, জুনিয়র রোনাল্ডোর পাশে দুই। পিতাপুত্র মিলিয়ে একই দিনে দিলেন তিন-তিনটি গোল। 
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই বিস্মিত হতে পারেন।

ঘটনা হল,স্টেফানো পিওলির কোচিংয়ে প্রথমবার নেমে আল নাসের ৩-০ গোলে হারিয়েছে আল ইত্তেফাককে। নাসেরের তিন গোলের মধ্যে রোনাল্ডো করেছেন একটি গোল। অন্যদিকে রোনাল্ডো-পুত্র আল নাসেরের বয়সভিত্তিক দলের হয়ে জোড়া গোল করেন।

আল ইত্তেফাকের জালে বল জড়ানোর পরে গ্যালারিতে বসে থাকা পুত্রের দিকে তাকিয়ে রোনাল্ডো দেখান, ''তুমি আর আমি মিলে তিন গোল।'' তিনটি আঙুল দেখিয়ে রোনাল্ডোর এই উদযাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা হয়েছে। বাবার কাণ্ড দেখে গ্যালারিতে বসে হাসতে দেখা গিয়েছেন জুনিয়র রোনাল্ডোকে। 

দিনকয়েক আগেই ৯০০ গোলের মাইলস্টোন ছুঁয়েছেন রোনাল্ডো। কিন্তু রোনাল্ডো শো চলছেই। তাঁর গোলসংখ্যা এখন ৯০২। হাজার গোল থেকে আরও ৯৮ গোল দূরে পর্তুগিজ মহানায়ক। আল নাসেরে আসা ইস্তক একাধিক কোচ বদল হয়েছে সৌদি ক্লাবে।

ব্যর্থ হওয়ায় পর্তুগিজ কোচ কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসের। সৌদির পত্রপত্রিকায় লেখা হয়েছে, হতশ্রী পারফরম্যান্সের পাশাপাশি কাস্ত্রোর উপরে আস্থা হারিয়ে ফেলেছিলেন স্বয়ং রোনাল্ডোও। এই কারণেই কাস্ত্রোকে সরিয়ে এসি মিলানকে সিরি আ জেতানো পিওলিকে আনে আল নাসের।

 নতুন কোচ স্টেফানো পিওলি এসেই জয় পান।  ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ম্যাচ জয়ের পরে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''দলীয় প্রচেষ্টায় জয় এসেছে। আজ রাতের জয়টি অনেক বড়। এটি ভক্তদের জন্য।''