আজকাল ওয়েবডেস্ক: বয়স কেবল একটা সংখ্যা মাত্র। নিন্দুকদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের এই উপান্তে পৌঁছেও সিআর সেভেন বিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন। জাতীয় দলের জোড়া গোল করেছিলেন। এবার ক্লাবের জার্সিতেও ঝলসে উঠল রোনাল্ডোর পা। পর্তুগিজ মহাতারকা গোল করলে জিতবে তাঁর দল, এ তো সবারই জানা। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতারের ক্লাব আল গারাফার বিরুদ্ধে জোড়া গোল রোনাল্ডোর। আল নাসের ৩-১-এ ম্যাচটি জেতে। 

ম্যাচের প্রথমার্ধ দেখে অবশ্য মনেই হয়নি  রোনাল্ডো এদিন জোড়া গোল করবেন। খেলার প্রথমার্ধে তিনটি সুযোগ নষ্ট করেন পর্তুগিজ মহাতারকা। বিরতির পরে রোনাল্ডো ধরা দেন অন্য অবতারে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত হেড থেকে গোল করেন রোনাল্ডো। 

খেলার ৬৪ মিনিটে রোনাল্ডো দ্বিতীয় গোলটি করেন। সতীর্থের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের একজন ডিফেন্ডারকে মাটি ধরিয়ে জোরালো শটে গোলটি করেন রোনাল্ডো। 

 নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে  ৫-১ গোলে জেতে পর্তুগাল। জাতীয় দলের জার্সিতে জোড়া গোল করেন রোনাল্ডো। ক্লাবের জার্সিতেও সমান উজ্জ্বল তিনি। সব মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৯১৩। 

এই ম্যাচে জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে দু' নম্বরে আল নাসের।