আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলের ইতিহাসের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। এই দুই ফুটবলারের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের বহু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। বিশেষ করে রোনাল্ডো রিয়াল মাদ্রিদ এবং মেসি বার্সেলোনায় থাকার সময়। বহু বছর ধরে দুই তারকা একে অপরের বিরুদ্ধে লড়াই করলেও, এবার নিজের কেরিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ সম্পর্কে জানালেন তাঁরা। রোনাল্ডো বরাবরই তাঁর গতি ও দক্ষতার জন্য পরিচিত।

 

সিআরসেভেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইংল্যান্ড ও চেলসির সাবেক ডিফেন্ডার অ্যাশলি কোল তাঁর কেরিয়ারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিক ম্যাচে বহুবার মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। পর্তুগিজ মহাতারকা জানান, ‘কোল কখনও নিঃশ্বাস ফেলারও সুযোগ দিত না। তাঁর ডিফেন্স ছিল তীক্ষ্ণ, গতি ছিল চমৎকার, এবং ট্যাকলিং ছিল অত্যন্ত কঠিন। ওঁর বিপক্ষে খেলা কখনোই সহজ ছিল না’। অন্যদিকে, মেসির কাছে তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পাবলো মাফেও।

 

২০২০ সালে এক সাক্ষাৎকারে মেসি জানান, ২০১৭ সালে বার্সেলোনার হয়ে ৩-০ গোলে জয়ের ম্যাচে মাফেওর রক্ষণাত্মক কৌশল তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। ম্যাঞ্চেস্টার সিটি থেকে লোনে খেলতে আসা মাফেও, ম্যাচজুড়ে মেসিকে ঘিরে রেখেছিলেন, যার ফলে আর্জেন্টাইন মহাতারকাকে জায়গা খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছিল। মাফেওর খেলা রীতিমত নজর কেড়েছিল ফুটবলবিশ্বের। মেসি নিজেও ম্যাচ চলাকালীন মাফেওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথনও করেছিলেন। বর্তমানে স্প্যানিশ ক্লাব মায়োর্কার হয়ে খেলছেন এই ডিফেন্ডার। তবে মেসির থেকে স্বীকৃতি পাওয়া তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।