আজকাল ওয়েবডেস্ক: বাগদান পর্ব হয়ে গেল রিঙ্কু সিং ও তাঁর হবু স্ত্রী সাংসদ প্রিয়া সরোজের।
পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনীতি ও ক্রিকেটমহলের সীমিত কিছু অতিথির উপস্থিতিতে লখনউয়ের সেন্ট্রাম হোটেলে জীবনের নতুন ইনিংসের পথে এগিয়ে গেলেন রিঙ্কু ও সরোজ। প্রবীণ কুমার, পীযূষ চাওলার মতো প্রাক্তন ক্রিকেটার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উত্তর প্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আরিয়ান জুয়েল ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, প্রিয়া সরোজের ঘনিষ্ঠ বন্ধু ইকরা হাসান, সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা অধ্যাপক রামগোপাল যাদব এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লা এসেছিলেন বাগদান অনুষ্ঠানে।
रिंकू सिंह और प्रिया सरोज का डांस ❤️❤️
— Jaiky Yadav (@JaikyYadav16)
pic.twitter.com/lPfoksUBYGTweet by @JaikyYadav16
রিঙ্কু-প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরকমই একটি ভিডিওয় দেখা গিয়েছে প্রিয়া সরোজ নাচছেন। রিঙ্কুকে দেখে মনে হচ্ছে তিনি লজ্জা পেয়েছেন। প্রথমে রিঙ্কু নাচতে চাননি। পরে তাঁকে দেখা যায় নাচতে। দেখে মনেই হচ্ছিল উপভোগ করছেন মুহূর্ত।
আইপিএল শেষ হতেই জীবনের নতুন ইনিংসের পথে এগোলেন রিঙ্কু।
