আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেট খেলতে খেলতে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ক্রিকেটার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণেতে। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন ইমরান প্যাটেল নামের ওই ক্রিকেটার। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেলেনি। মাঠেই মৃত্যু হয় ক্রিকেটারটির।


বৃহস্পতিবার পুণের গারওয়ারে স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। সেখানেই খেলছিলেন ৩৫ বছর বয়সি ইমরান। অলরাউন্ডার ছিলেন তিনি। ব্যাট করতে নেমে ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। তার পরেই তিনি অস্বস্তি অনুভব করেন। আম্পায়ারকে জানান, হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরনোর সময়ে আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভাইরাল হয়েছে মৃত্যুর কোলে ইমরানের ঢলে পড়ার ভিডিও।


এদিকে, হাসপাতালে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগই মৃত্যুর কারণ বলে জানানো হয়। কিন্তু তাঁর সতীর্থ নাসের খান জানান, ইমরানের শারীরিক অসুস্থতা ছিল না। সতীর্থের এমন পরিণতিতে শোকস্তব্ধ ক্রিকেটাররা। জানা গেছে, ইমরানের তিন মেয়ে রয়েছে। মাত্র চার মাস আগে জন্ম নেয় তাঁর তৃতীয় কন্যা। ক্রিকেট খেলার পাশাপাশি একটি জুসের দোকানও ছিল ইমরানের। এছাড়া রিয়েল এস্টেট ব্যবসাও ছিল ইমরানের।