আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকেও অবসর নেন দুই মহারথী। একমাত্র একদিনের আন্তর্জাতিক খেলবেন দু'জন। অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজে অংশ নেবে রোহিত এবং বিরাট। একই সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টোড গ্রিনবার্গ জানান, আসন্ন মরশুমের জন্য তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া। অক্টোবর-নভেম্বরে ভারত সিরিজ নিয়েও উত্তেজিত তিনি। কারণ তাঁরা মনে করছেন, দেশের জার্সিতে অস্ট্রেলিয়ায় সেটাই হবে বিরাট এবং রোহিতের শেষ একদিনের সিরিজ। গ্রিনবার্গ বলেন, 'ভারতের ছেলেদের এবং মেয়েদের দল অস্ট্রেলিয়ায় খেলতে আসবে। অ্যাশেজও আছে। প্রায় দু'দশক পরে দেশের প্রত্যেক ক্যাপিটাল সিটিতে ম্যাচ হবে। এরকম এর আগে হয়নি। কোয়ালিটি ম্যাচ হবে। বিশেষ করে যখন ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে। হয়ত এবারই শেষবারের মতো বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। সেটা যদি হয়, তাহলে আমরা ওদের অভ্যর্থনা জানাতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবদান অনস্বীকার্য।'
অস্ট্রেলিয়ায় অতীতে দুই দেশের প্লেয়ারদের মধ্যে বর্ণবৈষম্যের ঘটনা ঘটেছে। ২০২১ সিডনি টেস্টে মহম্মদ সিরাজকে আক্রমণ করে সমর্থকরা। টার্গেট করা হয় যশপ্রীত বুমরাকেও। যার ফলে ম্যাচ রেফারি ডেভিড বুনকে লিখিত অভিযোগ জানায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এবার তেমন হবে না, আশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তার। এই প্রসঙ্গে গ্রিনবার্গ বলেন, 'আমাদের দেশে সবাই যাতে নিরাপদ মনে করে, সেটাই আমাদের লক্ষ্য। কেউ অন্যত্র কিছু করলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভারতীয় সমর্থকদের চাই। ইংলিশ ফ্যান থেকে শুরু করে ভারতীয় ফ্যান, আমরা সবাইকে গ্যালারিতে চাই। কেউ কোনও খারাপ মন্তব্য করলে, তাঁকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে।' অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিইও জানালেন, স্থানীয় ফ্যানরা যাতে শান্তিপূর্ণ আচরণ করে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।
