আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিশ্বব্যাপী সাধারণ মানুষকে হোলির শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের দেশে হোলির আনন্দকে আরও রঙিন করতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এদিন সামনে নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। মেলবোর্নে হোলির উৎসবে প্রকাশ্যে রাখা হয় ট্রফিটি। ক্রিকেটপ্রেমী এবং সাধারণ মানুষকে চমক দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আমজমতাকে বিশ্বকাপের সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। এমনকি, সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় বিগ ব্যাশ লিগ (BBL) এবং উইমেনস বিগ ব্যাশ লিগের (WBBL) বিশেষ উপহার।

 

 এর মধ্যে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার টুপি সহ অন্যান্য উপহারও। জানা গিয়েছে, এই উদ্যোগ ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ লক্ষ্য ক্রিকেটকে আরও বৈচিত্র্যময় করে তোলা। ২০২৩ সালে আয়োজক দেশ ভারতকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছিলেন প্যাট কামিন্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে, অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের ইনিংসকে ৫০ ওভারে ২৪০ রানে সীমাবদ্ধ রাখে।

 

কঠিন ব্যাটিং পিচে রোহিত শর্মা (৩১ বলে ৪৭ রান, চারটি চার ও তিনটি ছয়), বিরাট কোহলি (৬৩ বলে ৫৪ রান, চারটি চার) এবং কেএল রাহুল (১০৭ বলে ৬৬ রান, একটি চার) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয় বোলাররা ৪৭ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু ট্র্যাভিস হেডের দুর্দান্ত ইনিংস (১২০ বলে ১৩৭ রান, ১৫টি চার ও ৪টি ছয়) এবং মার্নাস লাবুশেনের (১১০ বলে ৫৮ রান, চারটি চার) ব্যাটিং অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে জয়ের পথে চালিত করে। ভারতের হয়ে মহম্মদ শামি একটি এবং জসপ্রীত বুমরা দুটি উইকেট নেন।