আজকাল ওয়েবডেস্ক: বিরাট–রোহিত স্বমহিমায় ফিরলেও লাভ হল না ক্রিকেট অস্ট্রেলিয়ার। বড়সড় লোকসান হয়ে গেল অজি ক্রিকেট বোর্ডের।
প্রসঙ্গত, ভারতের বিসিসিআই, ইংল্যান্ডের ইসিবি’র পর আর্থিক স্বচ্ছলতার দিক থেকে নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার পর লাগাতার লোকসানের মুখ দেখতে হচ্ছে অজি বোর্ডকে। ব্যতিক্রম হল না এবারও। রেকর্ড অঙ্কের আয়ের পরও লাভক্ষতির হিসাব কষতে গিয়ে ভিরমি খাচ্ছেন অজি বোর্ডের কর্তারা। কারণ হিসাব বলছে, গত মরশুমেও প্রায় ৬৫ কোটি টাকা ঘাটতি রয়ে গিয়েছে তাঁদের।
আরও পড়ুন: বাণিজ্যনগরীতে জারি হলুদ সতর্কতা, ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনাল ভেস্তে দেবে বৃষ্টি?
গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৪–২৫ এ ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ওই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজই ছিল সাদা জার্সিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ সিরিজ। ওই সিরিজ থেকে মোটা অঙ্কের রোজগার হয়েছে অজি বোর্ডের। সিরিজটা ৩–১ জিতেছিল অস্ট্রেলিয়া। আবার ঘরোয়া ক্রিকেটের নতুন সম্প্রচার স্বত্ত্বেও ভাল রোজগার করেছে তাঁরা। যার জেরে গত অর্থবর্ষে মোটা আয় হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। হিসাব বলছে, ২০২৪–২৫ অর্থবর্ষে আয় হয়েছে ৪৫৩.৭ মিলিয়ন অজি ডলার। যা সর্বকালীন রেকর্ড। আগের বারের থেকে প্রায় ৫ কোটি ডলার বেশি। কিন্তু সমস্যা হচ্ছে, ওই একই সময়ে ব্যয়ও অনেকটা বেড়ে গিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তার দুটি কারণ হল অস্ট্রেলিয়া গত মরশুমে প্রচুর বিদেশ সফর করেছে। যে কারণে ৭০ দিন দলকে অতিরিক্ত বিদেশ সফরে রাখতে হয়েছে। যার খরচ প্রচুর। সেই সঙ্গে ভারত–অস্ট্রেলিয়া সিরিজের মার্কেটিংয়েও প্রচুর খরচ হয়েছে। সব মিলিয়ে আগের বছরের থেকে খরচ বেড়েছে ২৪ মিলিয়ন অজি ডলার। যার নিট ফল অস্ট্রেলিয়ার মুদ্রায় ১১০ লক্ষ ডলার, ব্রিটিশ মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ডলার এবং ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা লোকসান।
আরও পড়ুন: জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন শ্রেয়স? এল বড় আপডেট ...
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া লাভের মুখ দেখতে ভরসা রাখছে রোহিত–কোহলি জুটির উপর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি শতরান ও অর্ধশতরান করেছেন রোহিত। বিরাট একটি অর্ধশতরান। সূত্রের খবর, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভাল লাভের মুখ দেখেছে তারা। আবার সামনে অ্যাশেজ। সেখান থেকেও মোটা আয়ের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
