আজকাল ওয়েবডেস্ক: সৌরভ গাঙ্গুলি সফল হননি। কিন্তু রিচা ঘোষ হয়েছেন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন। শিলিগুড়ির মেয়ে শনিবারই কলকাতায় আসছেন। জানা গেছে, শুক্রবার শিলিগুড়িতে পা রেখেই একাধিক সংবর্ধনা পাবেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার। আর শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি।
সিএবি’র তরফে রিচাকে সংবর্ধনার মঞ্চে সোনার তৈরি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটের আর এক আইকন ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। রিচাকে যে সোনার ব্যাট দেওয়া হবে, সেখানে সই থাকবে সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামীর। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে। সূত্রের খবর, শনিবার সিএবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। অনুষ্ঠানে থাকবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।
এদিকে, শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করছে স্থানীয় প্রশাসন। জাতীয় পতাকা লাগিয়ে হুডখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়া হবে রিচাকে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা। বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভাও।
বিশ্বকাপ জয়ের জন্য রিচাকে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই প্রস্তাব রিচা গ্রহণ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
