আজকাল ওয়েবডেস্ক:‌ কোপায় সহজ জয় বিশ্বজয়ীদের। আর্জেন্টিনা ২–০ ব্যবধানে উড়িয়ে দিল কানাডাকে। গোল পেলেন আলভারেস এবং মার্তিনেস। যদিও সম্প্রচার সমস্যায় ভারতে দেখা যায়নি মেসিদের খেলা। কোনও চ্যানেলই খেলা সম্প্রচার করেনি। 
খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তাঁর ডান পায়ের মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের ৮৮ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস। আর্জেন্টিনার পরের ম্যাচ ২৬ জুন চিলির বিরুদ্ধে। 
এদিনের ম্যাচে একটি নজির গড়েন মেসি। একমাত্র ফুটবলার হিসাবে কোপা আমেরিকায় এখনও অবধি ৩৫ তম ম্যাচ খেললেন মেসি। তাঁর থেকে বেশি ম্যাচ আর কেউ খেলেননি কোপাতে। মেসির আগে এই রেকর্ড ছিল চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের। তিনি খেলেছিলেন ৩৪ ম্যাচ।