আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিততে চলেছে প্রোটিয়ারা। তার আগেই বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। গুয়াহাটি টেস্টে নিজের দলের চতুর্থ দিনের স্ট্র্যাটেজি নিয়ে একটি মন্তব্য করেন তিনি। তাতে একটি শব্দ ব্যবহার করেন। বাংলায় যার অর্থ পদলেহন। যা মেনে নিতে পারেননি অনিল কুম্বলে, চেতেশ্বর পূজারা। চতুর্থ ইনিংসে ৫০০ রানের বেশি টার্গেট সেট করার পর ভারতের উদ্দেশে এই শব্দ ব্যবহার করেন কনরাড। প্রোটিয়াদের কোচ জানান, শারীরিক এবং মানসিকভাবে ভারতকে তাঁরা খাদের কিনারায় ঠেলে দিতে চেয়েছিল। 

কনরাড বলেন, 'আমরা চেয়েছিলাম ভারতীয় দল বেশি সময় ফিল্ডিং করে কাটাক। ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিতে চেয়েছিলাম। তারপর বলতে চেয়েছিলাম, এবার মাঠে নেমে শেষ দিন এবং বিকেলের একঘন্টা কাটিয়ে দেখাও।' এর ব্যাখ্যা দিতে 'গ্রোভেল' বলে একটি শব্দ ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকার কোচ। তাঁর শব্দচয়নে প্রচণ্ড ক্ষিপ্ত কুম্বলে এবং পূজারা। ৫০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে এই শব্দ ব্যবহার করেন তৎকালীন ইংল্যান্ডের অধিনায়ক টনি গ্রেগ। যা বিতর্ক সৃষ্টি করে। এই নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। ৫০ বছর পর আবার সেই শব্দ ফিরিয়ে আনলেন কনরাড। 

ভারতের প্রাক্তন তারকা মনে করেন, দক্ষিণ আফ্রিকার কোচের শব্দ ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়া উচিত। কুম্বলে বলেন, 'এই শব্দের সঙ্গে ইতিহাস জড়িয়ে। ৫০ বছর আগে ইংল্যান্ডের একজন অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই শব্দ ব্যবহার করেছিল। তারপর কী হয়েছে সেটা আমরা সবাই জানি। দক্ষিণ আফ্রিকা হয়তো সিরিজ জিতে গিয়েছে। কিন্তু শীর্ষে থাকলে সঠিক শব্দ ব্যবহার করতেও জানতে হয়। নম্রতা গুরুত্বপূর্ণ। আমি এটা কোচ এবং সাপোর্ট স্টাফের থেকে প্রত্যাশা করিনি। যখন তুমি জিতছ, নম্র থাকতে হয়। সাংবাদিক সম্মেলনে এইসব বলতে নেই।' কনরাডের এই শব্দ ব্যবহারের বিরোধিতা করেন পূজারাও। ভারতের প্রাক্তন তারকা জানান, এমন মন্তব্য ভারতীয় দলকে চার্জড আপ করে দিতে পারে। চতুর্থ দিনের শেষে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন পূজারা। কিন্তু গুয়াহাটিতে পঞ্চম দিন দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে আত্মসমর্পণ ভারতের।