আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে আত্মবিশ্বাসী মহম্মদ সিরাজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এটাকে গুরুত্বপূর্ণ টেস্টের অ্যাখ্যা দিলেন তারকা পেসার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তিন নম্বরে রয়েছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। পাকিস্তানের সঙ্গে ড্র করার পর সরাসরি ভারতে খেলতে এসেছে প্রোটিয়ারা। অন্যদিকে লাল বলের ক্রিকেটে সাফল্যের মধ্যে রয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ড্র করার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতে টিম ইন্ডিয়া। বিশ্বের একনম্বর টেস্ট দলের বিরুদ্ধে সেরাটা দিতে তৈরি তারকা পেসার।
সিরাজ বলেন, 'নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের জন্য এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। ওরা পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছে। আমরা নিজেদের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের শিবিরে ইতিবাচক মনোভাব রয়েছে। ইংল্যান্ডে আমরা ভাল খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেছি।' গত এক বছরে টেস্টে ভারতীয় পেসারদের মধ্যে অন্যতম সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন। সেই ফর্ম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধরে রাখেন। দুই টেস্টে ১০ উইকেট নেন। প্রোটিয়াদের বিরুদ্ধেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান। সিরাজ বলেন, 'আমি ভাল ছন্দে আছি। এই সিরিজেও সেরাটা দিতে চাই। কঠিন দলের বিরুদ্ধে খেললে, উন্নতির জায়গাগুলো স্পষ্ট হয়ে যায়। এই চ্যালেঞ্জ গ্রহণ করার বিষয়ে উত্তেজিত।' প্রথম দুই পর্বে রানার্স হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। এবার শুভমন গিলের নেতৃত্বে সেই জায়গায় পৌঁছতে চাইবে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে নতুন বলে সিরাজের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
