আজকাল ওয়েবডেস্ক:‌ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ব্রাজিলের ফ্লুমিনেন্স। তবে হেরে গিয়েছে ব্রাজিলের অপর ক্লাব পামেইরাস। চেলসির কাছে ২–১ হেরেছে পামেইরাস। আর ফ্লুমিনেন্স একই ব্যবধানে হারিয়েছে আল হিলালকে। 


কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১৬ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। হাফটাইমের পর ৫৩ মিনিটে পামেইরাসের হয়ে সমতা ফেরান ব্রাজিলীয় স্ট্রাইকার এস্তেভাও। আগামী মরসুমে তাঁর চেলসির হয়েই খেলার কথা। খেলায় অবশ্য আধিপত্য ছিল চেলসিরই। ৮৩ মিনিটে অগাস্টিন গিয়ারের আত্মঘাতী গোল ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে দিল পামেইরাসকে। মালো গুস্তোর গোলমুখী শট আটকাতে গিয়ে জালে বল ঢুকিয়ে ফেলেন অগাস্টিন। এর আগে ২০২২ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও চেলসির কাছে হেরে গিয়েছিল পামেইরাস।


তবে ফ্লুমিনেন্স শেষ চারে উঠেছে। ২–১ ব্যবধানে হারিয়েছে সৌদি আরবের আল হিলালকে। ৪০ মিনিটে ম্যাথিয়াস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের খেলা শেষ হয় ১–০ ব্যবধানে। ম্যাচের ৫১ মিনিটে আল হিলালের হয়ে সমতা ফেরান মার্কোস লিয়োনার্দো। ৭০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন হারকিউসিল। সেমিফাইনালে চেলসি খেলবে ফ্লুমিনেন্সের বিরুদ্ধে। 


অন্য দুই কোয়ার্টারের একটি শনিবার রাত সাড়ে ৯টায়। মুখোমুখি পিএসজি ও বায়ার্ন। আর রাত দেড়টা থেকে শেষ কোয়ার্টার ফাইনালে নামবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।