আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি নিজের আইপিএলের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। কিংবদন্তি টি-টোয়েন্টি তারকা জানিয়েছেন, পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব)হয়ে খেলার সময় তিনি এতটাই ‘অসম্মানিত’ বোধ করেছিলেন যে, মানসিকভাবে প্রায় অবসাদের দিকে চলে গিয়েছিলেন। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন গেইল। ওপেনার হিসেবে ৪১টি ম্যাচে তিনি করেন ১,৩০৪ রান। গড় ছিল ৪০.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৮.৬৫। সেই সময় একটি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি, সর্বোচ্চ রান ছিল অপরাজিত ১০৪।

তবুও ফ্র্যাঞ্চাইজির স্মৃতি তাঁর কাছে রয়ে গেছে তিক্তই। গেইল বলেন, ‘আমার আইপিএল কেরিয়ার পাঞ্জাবের সঙ্গেই অকালেই শেষ হয়। কিংস ইলেভেনে আমাকে অসম্মান করা হয়েছিল। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে যে মূল্য আমি লিগে এনেছিলাম, তার মর্যাদা দেওয়া হয়নি। আমাকে বাচ্চাদের মতো ব্যবহার করা হয়েছিল। জীবনে প্রথমবার মনে হয়েছিল আমি হতাশার দিকে যাচ্ছি। আমি অনিল কুম্বলেকে বিষয়টা বলার সময় ভেঙে পড়েছিলাম। ওর ওপরও আমি ভীষণ হতাশ হয়েছিলাম, কারণ গোটা ফ্র্যাঞ্চাইজি চালানোর ধরণটাই ভুল ছিল।’

তিনি আরও জানান, তৎকালীন অধিনায়ক কেএল রাহুল তাঁকে ফোন করে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গেইল তখন আর থাকতে চাননি। তাঁর ভাষায়, ‘কেএল রাহুল ফোন করে বলেছিল, ‘ক্রিস, থাকো, তুমি পরের ম্যাচ খেলবে।’ কিন্তু আমি শুধু বলেছিলাম, ‘তোমার জন্য শুভকামনা রইল।’ তারপর ব্যাগ গুছিয়ে বেরিয়ে গিয়েছিলাম।’ আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন গেইল। প্রথমে কলকাতা নাইট রাইডার্স দিয়ে শুরু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। তবে সবচেয়ে বেশি রান তিনি করেছেন পাঞ্জাবের বিরুদ্ধেই। আইপিএল কেরিয়ারে মাত্র ১৬ ইনিংসে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গেইলের রানসংখ্যা ৭৯৭।

ক্রিস গেইল মানেই চার-ছক্কার ঝড়ঝঞ্ঝা। ক্রিস গেইল মানে এক ক্যারিবিয়ান দৈত্যর বিনোদন। ক্রিস গেইল মানেই রেকর্ডের পর রেকর্ড। ক্রিস গেইল মানে আরও অনেককিছু যা ভাষায় প্রকাশ করা যায় না। সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর দ্বিতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলের ক্যাপ্টেন ছিলেন ক্যারিবিয়ান দৈত্য। সেখানে একটি ম্যাচের মাঝে সঞ্চালিকা অদিতি বুধাথোকির সঙ্গে আলাপচারিতায়  বেশ কিছু বিষয় নিয়ে মুখ খোলেন 'ইউনিভার্স বস'। কোন বোলারকে মারতে সবচেয়ে বেশি পছন্দ করতেন গেইল? এই  প্রশ্নটাই ছুড়ে দেওয়া হয়েছিল গেইলকে। প্রশ্ন শুনে হাসেন 'ক্যারিবিয়ান দৈত্য'। সেই হাসি দেখে সারা বিশ্বে খেলে যায় বিদ্যুতের চমক। খানিকটা দ্বিধা জড়ানো গলায় দীগল চেহারার প্রাক্তন ব্যাটসম্যান বলেন, মার  হজম করা বোলারের তালিকা তো অনেক লম্বা।