আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে চর্চা চলছে। শেষ আটটি টেস্ট ম্যাচে হিটম্যান করেন মাত্র ১৬৪ রান। ১০ ম্যাচে কোহলি করেছেন ৩৮২ রান। 
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে দুই তারকা নিজেদের  নামের প্রতি সুবিচার করতে পারেননি। রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই বলেছেন, এই দুই তারকারই এবার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। 

শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সেখানে মুখ্য নির্বাচক অজিত আগরকরকে দুই তারকার ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে অজিত আগরকর জানান, কে কেমন অবস্থায় রয়েছে, তার মূল্যায়ন করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। 

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র এই মেগা ইভেন্টের বল গড়াতে এখনও এক মাস সময় বাকি। আগরকর বলছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও একমাস সময় বাকি। এরা সবাই ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাওয়ার পরে সবার পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। হাতে এখনও সময় আছে। কেবলমাত্র একজন বা দু'জন নয়, আমরা কোন পথে এগোতে পারি তা নিয়েও আলোচনা করা হবে। এই মুহূর্তে একদিনের ক্রিকেট আর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই আমাদের ফোকাস।'' 

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর আগে অনেকেই বলছেন, রোহিত ও কোহলির ব্যাট না চললে ইংল্যান্ড সফরে তাঁদের দলে জায়গা পাওয়া কঠিন। 

কোন পথে ভারতীয় ক্রিকেট, চ্যাম্পিয়ন্স ট্রফি তার জবাব দিয়ে যাবে।