আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা ও বিরাট কোহলির স্বপ্ন কি পূরণ হবে?
২০২৭ বিশ্বকাপ খেলার কি সুযোগ পাবেন তাঁরা?
টি-টোয়েন্টি ফরম্যাট ও টেস্ট থেকে অবসর গ্রহণ করেছেন দুই নায়ক। একমাত্র ওয়ানডে-তে খেলছেন রোহিত ও কোহলি।
ভারতের প্রাক্তন তারকা চেতেশ্বর পূজারা মনে করেন, প্রতিটা সিরিজই রোহিত ও বিরাটের কাছে গুরুত্বপূর্ণ এবং জটিল।
দুই মহাতারকা প্রসঙ্গে পূজারা বলেছেন, ''আমার মনে হয়, তাদের দু'জনের জন্যই প্রতিটি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংশ্লিষ্ট কোনও ক্রিকেটার যখনই একটি ফরম্যাটে খেলেন, তখন খেলাটার সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ। আর ওরা দীর্ঘ বিরতির পরে পরে খেলছে।''
রোহিত ও কোহলির মতোই পূজারাও একটি ফরম্যাটে খেলতেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন পূজারা। ৭১৯৫ রানের মালিক তিনি। ১০৩টি টেস্ট ম্যাচ খেলেন পূজারা। প্রাক্তন ক্রিকেটার বলেন, ''কেবলমাত্র একটা ফরম্যাটে খেলা প্রসঙ্গে আমি নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি। দীর্ঘ বিরতির পরে যখন কোনও ক্রিকেটার খেলতে নামে, তখন সংশ্লিষ্ট ক্রিকেটার ছন্দ খোঁজার চেষ্টা করে। সাদা বলের ক্রিকেটের কথা যদি ধরা হয়, তাহলে বলব কাজটা অপেক্ষাকৃত সহজ।''
তবে বয়সের জন্য দু'জনকে কঠিন পরিশ্রম করতে হবে বলে জানান পূজারা। তিনি বলছেন, ''এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওদের শরীর সায় দিচ্ছে কিনা, সেটার উপরেও অনেক কিছু নির্ভর করছে। একটা ফরম্যাট কতটা উপভোগ করছে, সেটাও দেখার।''
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু চর্চিত তিন ম্যাচের সিরিজ শেষ। প্রথম দুই ম্যাচে শূন্য করলেও, শেষ ম্যাচে রানে ফেরেন বিরাট কোহলি। অন্যদিকে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। প্রথম একদিনের ম্যাচে রান পাননি। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে অর্ধশতরান এবং শতরান করেন। সমালোচকদের মুখ বন্ধ করে দেন হিটম্যান। কিন্তু সিরিজ শেষ হতেই আবার যে কে সেই! আবার একদিনের ক্রিকেটে রো-কোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই তারকার জন্য নতুন নির্দেশিকা বিসিসিআইয়ের। দু'জনকেই ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় দলের হয়ে খেলার জন্য শেষপর্যন্ত হয়তো এই পদক্ষেপ নিতেই হবে বিরাট এবং রোহিতকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেলেও তাঁদের ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। তার আগে দুই মহাতারকার বিজয় হাজারে ট্রফিতে খেলার প্রসঙ্গ উঠছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বিজয় হাজারে ট্রফিতে খেলার বিষয়ে এমসিএকে সম্মতি জানিয়েছেন রোহিত। কিন্তু ঘরোয়া একদিনের টুর্নামেন্ট খেলার বিষয়ে এখনও কোনও কিছু জানাননি কোহলি। বোর্ডের এক সূত্র জানান, 'বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দু'জনকেই জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দলে খেলতে হলে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে হবে। কারণ দুটো ফরম্যাট থেকেই অবসর নিয়েছে দু'জন। ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।' বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর এমনই নির্দেশিকা জারি করেছিল বোর্ড। তারপর রঞ্জিতে ফেরেন দুই তারকা। দু'জনেই একটি করে ম্যাচ খেলেন।
