আজকাল ওয়েবডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। ২০০০ সালে নাইরোবির জিমখানা গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল। দীর্ঘ ২৫ বছর পর আবারও এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি দুই দল। ভারত এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন এবং ২০১৩ সালে এককভাবে শিরোপা জিতেছিল। এবার তাদের সামনে রয়েছে তৃতীয়বারের জন্য শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের দ্বিতীয়বারের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

 

এই নিয়ে ভারত টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার তারা আইসিসির পরপর দুটি শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে। আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ৬.৯ মিলিয়ন ডলারের (প্রায় ৬০.০৬ কোটি টাকা) পুরস্কার তহবিল ঘোষণা করেছে। ২০১৭ সালের টুর্নামেন্টের তুলনায় এটি ৫৩% বেশি।  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ১.২৫ লক্ষ ডলার (প্রায় ১.০৮ কোটি টাকা) পাবে। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলোকে ৩৪,০০০ ডলার (প্রায় ২.৯৫ কোটি টাকা) প্রদান করা হয়েছে।

 

নিউজিল্যান্ড প্রথম রাউন্ডে দুটি ম্যাচ জিতেছে, অন্যদিকে ভারত তিনটি ম্যাচেই জয় পেয়েছে। নিউজিল্যান্ড পেয়েছে ৬৮,০০০ ডলার (প্রায় ৫৯ লক্ষ টাকা) এবং ভারত পেয়েছে ১,০২,০০০ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা)। যদি ভারত এবার চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা মোট ২.৪৬ মিলিয়ন ডলার (প্রায় ২১.৪ কোটি টাকা) পাবে। অন্যদিকে, নিউজিল্যান্ড শিরোপা জিতলে তারা পাবে ২.৪৩ মিলিয়ন ডলার (প্রায় ২১.১ কোটি টাকা)। তবে যদি ভারত ফাইনালে পরাজিত হয়, তবে তারা ১.৩৪ মিলিয়ন ডলার (প্রায় ১১.৬ কোটি টাকা) এবং নিউজিল্যান্ড ১.৩১ মিলিয়ন ডলার (প্রায় ১১.৪ কোটি টাকা) পাবে।