আজকাল ওয়েবডেস্ক:‌ ছন্দেই রয়েছেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনে। স্ট্রেট সেটে (৬–২, ৬–৪, ৬–১) ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আলকারাজ। শেষ ষোলোয় চলে গিয়েছেন এরিনা সাবালেঙ্কা ও ড্যানিল মেদভেদেভও। তবে তাঁদের কষ্ট করে জিততে হয়েছে। সাবালেঙ্কা দু’টি সেটই টাইব্রেকারে জিতেছেন। মেদভেদেভ আবার পাঁচ সেটের লড়াইয়ে নিজের ম্যাচ জিতেছেন।


তবে মৌতেতকে মাত্র ২ ঘণ্টা ৫ মিনিটেই হারিয়ে দেন আলকারাজ। শীর্ষবাছাই তারকা গোটা ম্যাচে দাপট দেখিয়েছেন। তাঁর শক্তিশালী সার্ভিস ও পাওয়ার গেমের সামনে দাঁড়াতে পারেননি মৌতেত। 


মহিলাদের সিঙ্গলসের শীর্ষবাছাই সাবালেঙ্কা পরিশ্রম করে শেষ ষোলোয় উঠেছেন। আনাস্তাসিয়া পটাপোভাকে তিনি হারিয়েছেন স্ট্রেট সেটে (৭–৬, ৭–৬)। তবে দু’টি সেটের ফয়সালাই টাইব্রেকারে হয়েছে। 


শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে পিছিয়ে থেকে জিতেছেন কোকো গফ। আমেরিকার তারকা নিজের দেশেরই হেইলি বাপতিস্তেকে হারিয়েছেন। প্রথম সেটে হেরে যান মহিলাদের তৃতীয় বাছাই। কিন্তু পরের দুই সেট জিতে ম্যাচ (৩–৬, ৬–০, ৬–৩) জেতেন তিনি।


মেদভেদেভও অবাছাই ফাবিয়ান মারোজসানের বিরুদ্ধে প্রথম দুই সেটে হেরে যান। দেখে মনে হচ্ছিল, আরও এক বার কোনও গ্র্যান্ড স্ল্যামে বেশি দূর এগোতে পারবেন না তিনি। তবে পরের তিনটি সেট জিতে ম্যাচ (৬–৭, ৪–৬, ৭–৫, ৬–০, ৬–৩) জিতে নেন মেদভেদেভ।


চার সেটের লড়াইয়ে (৭–৫, ৪–৬, ৬–৩, ৬–১) জিতেছেন পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভও। ক্যামেরন নরিকে হারিয়েছেন তিনি। বাকি তারকাদের মধ্যে অ্যালেক্স ডি মিনিয়র, মীরা আন্দ্রিভা, এলিনা সোয়াইতোলিনা পৌঁছেছেন প্রি–কোয়ার্টার ফাইনালে। তবে মহিলাদের সপ্তম বাছাই জেসমিন পাওলিনি স্ট্রেট সেটে হেরে গিয়েছেন ২৯ নম্বর ইভা জোভিচের বিরুদ্ধে।

এদিকে, প্রতিযোগিতার মাঝে নাওমি ওসাকাকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন নোভাক জকোভিচের স্ত্রী জেলেনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সোরানা সিরস্টির প্রথম ও দ্বিতীয় সার্ভিসের মাঝে ‘কাম অন’ বলে নিজেকে তাতাচ্ছিলেন ওসাকা। বিষয়টি ভালভাবে নেননি সোরানা। খেলা শেষে ওসাকার সঙ্গে তাঁর তর্ক হয়। যদিও এই বিষয়ে চেয়ার আম্পায়ার হস্তক্ষেপ করেননি। এই ঘটনায় ওসাকার সমালোচনা করেছেন জেলেনা।

‌‌