আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে ভারতের হতশ্রী হার দেখার পরে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না।
খারাপ ফর্মের জন্য অধিনায়ক রোহিত শর্মা নিজে সরলেন সিডনি টেস্ট থেকে। একাধিক পরিবর্তন হল দলে। কিন্তু ফলাফলে কোনও পরিবর্তন নেই। মেলবোর্নের পর সিডনিতেও হারল ভারত। বর্ডার গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়া জিতে নিল ৩-১-এ।
সৌরভ বললেন, ''আমরা ভাল ব্যাট করিনি। টেস্ট ক্রিকেটে ম্যাচ জিততে হলে ভাল ব্যাটিং করা দরকার। ভাল ব্যাট না করলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। ১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা সম্ভব নয়। অন্তত ৩৫০-৪০০ রান করার দরকার।''
ভারতের হারের পিছনে কে দায়ী? মিডল অর্ডার ব্যর্থ হল? তার জন্যই ভারতকে হার মানতে হল? সৌরভ বলছেন, ''কাউকে দোষারোপ করা ঠিক নয়। সবাইকেই রান করতে হবে।''
বিরাট কোহলির মতো ব্যাটার দলে থাকলেও তিনি রান পাচ্ছেন না। কোহলির ব্যাটে রান নেই দেখে অবাক সৌরভও। তিনি বলছেন, ''আমি বুঝতে পারছি না। দুর্দান্ত প্লেয়ার। আমি নিশ্চিত সমস্যার থেকে ঠিক বেরিয়ে আসবে কোহলি।'' ব্যাটে রান নেই দেখে রোহিত শর্মা নিজেকে সরিয়ে নেন সিডনি টেস্ট থেকে। সেই প্রসঙ্গে সৌরভ বলছেন, ''এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কী করতে হবে ওর জানা।''
