আজকাল ওয়েবডেস্ক:‌ মিনি নিলাম নিয়ে উত্তেজনা বাড়ছে। ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মিনি নিলাম। ভাগ্য নির্ধারণ হবে ৩৫৯ ক্রিকেটারের। মঙ্গলবারই ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ ১০০৫ ক্রিকেটারের মধ্যে ৩৫৯ জনকে বেছে নিয়েছে নিলামের জন্য। তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম হয়ত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।


মনে করা হচ্ছে, সিম বোলিং অলরাউন্ডার গ্রিন যে কোনও দলের সম্পদ হতে পারেন। তাঁর বেস প্রাইজ ধরা হয়েছে ২ কোটি টাকা। তবে নিলামে যাতে তিনি এর চেয়েও অনেক বেশি টাকা পান, তাঁর জন্য একটি পন্থা অবলম্বন করেছেন। নিলামে নিজেকে ব্যাটারদের তালিকায় রেখেছেন গ্রিন। আইপিএলে প্রথমে ব্যাটারদেরই নিলাম শুরু হয়। এরপর অলরাউন্ডার ও বোলারদের নিলাম হয়। খুব স্বাভাবিকভাবেই শুরুতে ব্যাটারদের নিলাম হওয়ায় ফ্রাঞ্চাইজিগুলির কাছে টাকা বেশি থাকে।


তবে এবার মিনি নিলাম। দলগুলির কাছে বাজেট এবার তত বেশি নেই। সেকারণেই গ্রিন এবার নিজেকে ব্যাটারদের তালিকায় রেখেছেন। যাতে যতটা সম্ভব টাকা বাড়িয়ে নেওয়া যায়।


ব্যাটারদের প্রথম তালিকায় গ্রিন ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের সরফরাজ খান ও পৃথ্বী শ। 


এর আগে ২০২৩ সালে গ্রিন ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২৪ সালে ছিলেন আরসিবিতে। ২৯ ম্যাচে গ্রিন করেছেন ৭০৭ রান। একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। উইকেট নিয়েছেন ১৬টি। 


এর বাইরে আনক্যাপড ভারতীয় ব্যাটার স্বস্তিক চিকারাকে নিয়েও ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে টানাটানি চলতে পারে।