আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার মুম্বই থেকে দিল্লি পাড়ি দিয়েছে মেয়েদের বিশ্বকাপজয়ী দল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ। তারপরই নিজ নিজ শহরে ফিরে যাবেন বিশ্বকাপজয়ীরা। দিল্লি থেকে বাগডোগরা হয়ে সরাসরি শিলিগুড়ি যাবেন রিচা ঘোষ। কিন্তু তার একদিন পরেই আসবেন কলকাতায়। সিএবির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। সোনার ব্যাট-বলে বরণ করে নেওয়া হবে সোনার মেয়েকে। ৭ নভেম্বর ইডেনে রিচার মেগা সংবর্ধনা অনুষ্ঠান। বঙ্গ তনয়ার হাতে সোনার ব্যাট এবং বল তুলে দেওয়া হবে। সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামী মিলে সংবর্ধিত করবে রিচাকে। স্মারকে লেখা থাকবে, রিচার সাফল্যে গর্বিত সিএবি। সেখানে সৌরভের সইও থাকবে। এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

বর্তমানে সৌরভ রয়েছেন লন্ডনে। মেয়ে সানার জন্মদিন পালন করতে গিয়েছেন। সেদিনই ফেরার কথা সিএবি সভাপতির। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সরাসরি শিলিগুড়ি যাবেন রিচা। ৭ নভেম্বর সকালে কলকাতায় ফিরবেন। পরের দিনই পরিবারের সঙ্গে বেড়াতে চলে যাচ্ছেন। প্রসঙ্গত, মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় পর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে রুপোর তৈরি সোনার পাত বসানো স্মারক উপহার দেওয়া হয়েছিল। ঠিক তেমনই একটি স্মারক তুলে দেওয়া হবে রিচার হাতে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা এখনও জানা যায়নি। 

সিএবি ছাড়াও বিশ্বকাপজয়ী দুই মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। তবে কবে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে সেটা নির্ধারিত হয়নি। দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে। একসময় বাংলার হয়ে খেলেন দীপ্তি। এই রাজ্যের হয়ে খেলেই প্রচারের আলোয় আসেন। চাকরি পাওয়ার পর বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। অর্ধশতরানের পাশাপাশি পাঁচ উইকেট নেন। মঙ্গলবার রাতে দুই বিশ্বকাপজয়ীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার কথা জানায় ইস্টবেঙ্গল ক্লাব।