আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। শনিবার থেকে শুরু হয়েছে বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ১৩ ওভার হতে না হতেই শুরু হয় বৃষ্টি। যা পরবর্তীতে আর থামেনি। ফলে খেলা আর শুরু করা যায়নি।
বৃষ্টিতে খেলা বন্ধের সময় ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল বিনা উইকেটে ২৮। উইকেটে ছিলেন দুই ওপেনার ন্যাথান ম্যাকসুইনি (৪) ও উসমান খোওয়াজা (১৯)। এরপরই নামে বৃষ্টি। মধ্যাহ্নভোজের পর খেলাই শুরু করা যায়নি। বৃষ্টির জন্য নিয়ে নেওয়া হয় চা পানের বিরতি। কিন্তু তারপরেও বৃষ্টি না থামায় শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। বৃষ্টিতে প্রথম দিনের খেলা নষ্ট হওয়ায় বাকি চার দিন ৯৮ ওভার করে খেলা হবে বলে জানানো হয়েছে। আর খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ ভারতীয় সময় ভোর ৫.২০ মিনিটে।
এটা ঘটনা, ব্রিসবেনে শনিবার ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। আর সেটাই হল। মাত্র ১৩ ওভারের বেশি খেলাই হল না। আকুওয়েদারের মতে, টেস্টের আগামী চার দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। টেস্টের দ্বিতীয় দিন সকালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। আর হলেও হালকা। আর চতুর্থ দিন দুপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বর্ডার গাভাসকার ট্রফির প্রথম দুই টেস্টে বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। কিন্তু তৃতীয় টেস্টে ঘটাল।
এদিকে, তৃতীয় টেস্টে ভারতীয় দলে হয়েছে দুটি বদল। এডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে তিনি। নেওয়া হয়নি হর্ষিত রানাকেও। সেই জায়গায় ভারতীয় দলে সুযোগ পেলেন রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ।
এডিলেডে বল হাতে বড় একটা সফল হননি অশ্বিন। তাই প্রথম একাদশে ফেরানো হল জাদেজাকে। জাড্ডু ফেরায় ভারতের লোয়ার অর্ডার কিছুটা শক্তিশালী হল। তিন টেস্টে তিন স্পিনারকে খেলাল ভারত। পারথে ওয়াশিংটন সুন্দর, এডিলেডে অশ্বিনের পর গাব্বায় জাড্ডু।
বাংলার পেসার আকাশ দীপের দলে ফেরাটা প্রত্যাশিত ছিল। কারণ হর্ষিত রানা এডিলেডে একদমই ভাল বল করতে পারেননি। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে ভাল বল করেছিলেন আকাশ দীপ। কিন্তু অস্ট্রেলিয়ায় প্রথম দুটো টেস্টে জায়গা পাননি প্রথম একাদশে। গাব্বায় পেলেন।
এই দুটো বদল ছাড়া বাকি দল একই রয়েছে।
