আজকাল ওয়েবডেস্ক: ভিনিসিয়াস জুনিয়র কী করবেন? সৌদি আরবের ক্লাব ফুটবল থেকে আকাশছোঁয়া অর্থের প্রস্তাব এসেছে। খবরের ভিতরের খবর জানালেন আবার রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তিই। 

ব্রাজিলীয় ভিনিসিয়াসকে নিয়ে স্পেনের সংবাদ মাধ্যমে খবর, মরশুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্ নিতে চায়  সৌদি আরবের ক্লাব। দলবদলের ফি হিসেবে দিতে চায় ৩০ কোটি ইউরো। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব। তবে সৌদি আরবের কোন ক্লাবের তরফ থেকে এরকম আকাশছোঁয়া অর্থের প্রস্তাব ভিনি জুনিয়র পেয়েছেন, তা লেখা নেই সেই প্রতিবেদনে। 

সৌদি আরব থেকে আসা এমন লোভনীয় প্রস্তাবের পরে ভিনিসিয়াস কী করবেন? জানতে চাওয়া হয়েছিল রিয়ালের ম্যানেডার কার্লো অ্যানচেলোত্তির কাছে। রিয়াল ম্যানেজার জানান, ২০২৩ সালে জার্মানির প্রাক্তন ফুটবলার টনি ক্রুজ লোভনীয় প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছিলেন। রিয়ালে খেলেই অবসর নেন টনি ক্রুজ। 

অ্যানচেলোত্তি মনে করেন, ভিনিসিয়াস জুনিয়র অর্থের থেকে গৌরব-ঐতিহ্যই বেছে নেবেন। উল্লেখ্য রিয়ালের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। ভিনিসিয়াস এখন কী করেন, সেটাই দেখার।