আজকাল ওয়েবডেস্ক: শুরু থেকে আইপিএলে খেলছে পাঞ্জাব কিংস। কিন্তু খেতাব এখনও অধরা। রবিবার আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে বেশ হোমওয়ার্ক করেই যে নামছে পাঞ্জাব একথা বলাই বাহুল্য। গতবারের দল থেকে মাত্র দু' জনকে রিটেন করেছে পাঞ্জাব। প্রীতির দলের হাতেই সবচেয়ে বেশি টাকা। ১১০.৫ কোটি টাকা নিয়ে নিলামে নামছেন প্রীতি।
ইতিমধ্যেই জেদ্দায় পৌঁছে গিয়েছেন দলের মালকিন প্রীতি জিন্টা। এবারের নিলামে পাঞ্জাবকে ঢেলে সাজাতে ভক্তদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রীতি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Preity G Zinta (@realpz)
সোশ্যাল মিডিয়ায় 'বীরজারা'-খ্যাত অভিনেত্রী লিখেছেন, ''ডিভাইস ও সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকার আদর্শ সময়। আইপিএল নিলামের জন্য সৌদি আরবের জেদ্দায় পৌঁছে গিয়েছি। চোখ রাখুন। জানতে পারবেন দারুণ ঘোষণা। নতুন দল তৈরির জন্য সমস্ত পরামর্শকে স্বাগত জানাচ্ছি।''
পাঞ্জাব কিংস এবার ধরে রেখেছে প্রভসিমরান সিং ও শশাঙ্ক সিংকে। তাঁরা আনক্যাপড প্লেয়ার। জাতীয় দলের হয়ে খেলেননি কেউই। প্রীতির ঝুলিতে রয়েছে ১১০.৫ কোটি টাকা। সেই অর্থ দিয়ে ২৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে পাঞ্জাব। উল্লেখ্য, রিকি পন্টিং এবার পাঞ্জাবের কোচ। রবিবার প্রীতির দল কাদের নেয় সেটাই এখন দেখার।