আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালসের সঙ্গে আগেই সম্পর্কে চিড় ধরেছে সঞ্জু স্যামসনের। একটি রিপোর্ট অনুযায়ী, এবার নেতৃত্ব হারাতে পারেন তারকা ক্রিকেটার। শোনা যাচ্ছে, আইপিএল ২০২৬ এর মিনি নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির কাছে তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন করেন সঞ্জু। এবার ন'নম্বরে শেষ করে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪ ম্যাচে জেতে। পরের আইপিএলে আর রাজস্থানে খেলতে চান না উইকেটকিপার ব্যাটার। অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাই লক্ষ্য। প্লেয়ার অদলবদলের জন্য চেন্নাই সুপার কিংসকে আবেদন করা হয়েছিল। স্যামসনের পরবর্তী শিবম দুবে বা রবীন্দ্র জাদেজাকে নেওয়ার প্রশ্ন ওঠে। কিন্তু প্রস্তাব খারিজ করে দেয় চেন্নাই। রাহুল দ্রাবিড় হেড কোচের পদ থেকে সরে যাওয়ার পর, বিষয়টি আরও পরিষ্কার হয়। 

একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটে জানানো হয়েছে, 'এবারের আইপিএলে রাজস্থানের পারফরম্যান্সে‌ খুশি ছিলেন না সঞ্জু। এর জন্য সম্পূর্ণভাবে রাহুল দ্রাবিড় দায়ী নয়। কোচ এবং অধিনায়কের মধ্যে সম্পর্ক যেমন হয়, তেমনই ছিল। দু'জনেই রায়্যালসের সঙ্গে দীর্ঘদিন জড়িত। দু'জন একজোট হলে রাজস্থানের ভবিষ্যতের জন্য ভাল। সেটা স্পষ্ট ছিল শেষ কয়েকটা ম্যাচে। দু'জনের মধ্যে ঝামেলা মিটে যাওয়ায় শেষের দিকে কয়েকটা ম্যাচ জেতে রাজস্থান।' একটি রিপোর্ট অনুযায়ী, অধিনায়কের দৌড়ে সঞ্জু ছাড়াও ছিলেন যশস্বী জয়েসওয়াল এবং রিয়ান পরাগ। অনেকেই চাইছিলেন তাঁদের মধ্যে কেউ অধিনায়ক হোক। এটাই দলের মধ্যে পরিবেশ আরও নষ্ট করেছে। একটি সূত্র জানায়, 'ওদের মধ্যে সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে যায়নি। কিন্তু ফ্র্যাঞ্চাইজির মধ্যে অধিনায়ক নিয়ে মত পার্থক্য ছিল। একটা দল রিয়ান পরাগকে চাইছিল। আইপিএলের কয়েকটা ম্যাচে ওকে নেতৃত্ব দিতে দেখা যায়। অনেকেই আবার ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যশস্বী জয়েসওয়ালকে দেখছিল। আবার একটা গ্রুপ সঞ্জুকেই রেখে দিতে চেয়েছিল।' তবে রাহুল দ্রাবিড়ের পদত্যাগের পর, সঞ্জুর রাজস্থান ছাড়া শুধু সময়ের অপেক্ষা। 

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে যান রাহুল দ্রাবিড়। পরের আইপিএল শুরুর আগেই ইস্তফা দেওয়া সিদ্ধান্ত নেন কিংবদন্তি। শনিবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এমনই ঘোষণা করা হয়। নিয়মিত রিভিউয়ের পর দ্রাবিড়কে আরও বড় ভূমিকায় চেয়েছিল রাজস্থান। কিন্তু ভারতের প্রাক্তন হেড কোচ সেটা প্রত্যাখান করেন। একটি বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, 'গত কয়েক বছরে রাজস্থান রয়্যালসের যাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা নেন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্ব একটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। দলের মধ্যে নীতি তৈরি করেছে। ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা সংস্কৃতি তৈরি করেছে। রাজস্থান রয়্যালসের প্লেয়ার থেকে শুরু করে ফ্যানরা দ্রাবিড়ের কাছে কৃতজ্ঞ। এতদিন ধরে ফ্র্যাঞ্চাইজির স্বার্থে নিজেকে সপে দেওয়ার জন্য ধন্যবাদ।' দ্রাবিড় আগেই প্রস্থান করেছেন। এবার সঞ্জুও ছেড়ে দিলে সমস্যায় পড়তে পারে ফ্র্যাঞ্চাইজি।