আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির বল গড়ানোর আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ। ভারতের বিরুদ্ধে ক্যামেরন গ্রিন ব্যাটার হিসেবেই খেলবেন। বল করতে পারবেন না এই অজি তারকা। আর ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যখন শেষ হবে তখন বল করতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে।

গ্রিনের পিঠের ব্যথার কথা জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুয়ায়ী, ভারতের বিরুদ্ধে সিরিজের শেষের দিকে বোলিং অনুশীলনে নামবেন গ্রিন। 

শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচে দেখা যাবে না অজি তারকাকে। দ্বিতীয়  রাউন্ডেও নামবেন না। নভেম্বরের গোড়ার দিকে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের খেলায় গ্রিনের খেলার সম্ভাবনা রয়েছে।  ভারতের বিরুদ্ধে বোলার গ্রিনের সাহায্য পাবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রাকনার বলেছেন, ''বোলিং থেকেই আসলে এই চাপটা আসে পিঠের উপরে। ব্যাটিং বা ফিল্ডিং পিঠের উপরে প্রবল চাপ তৈরি করে না। তবে যন্ত্রণা কমে গেলে ব্যাটিং বা ফিল্ডিং অনায়াসে করা সম্ভব।'' 

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন গ্রিন। এখনও পর্যন্ত ২৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৩৫টি উইকেটের পাশাপাশি ১৩৭৭ রান করেছেন ক্যামেরন গ্রিন।