আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের নিলামের দ্বিতীয় দিনের শুরুতেই বাজিমাত ভুবনেশ্বর কুমারের। ডেথ ওভার স্পেশালিস্টকে ১০.৭৫ কোটিতে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ দীর্ঘদিন জাতীয় দলে খেলেন না ভুবি। কিন্তু তাসত্ত্বেও মহম্মদ সামিকে ছাপিয়ে গেলেন। ২ কোটি বেস প্রাইজ ছিল ভুবনেশ্বরের। সঙ্গে সঙ্গেই আগ্রহ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের টেবিলে দর উঠতে থাকে। ঝাঁপিয়ে পড়ে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মধ্যে দর কষাকষি চলতে থাকে। মুহূর্তের মধ্যে দর দশ কোটিতে উঠে যায়। আচমকা ঝাঁপিয়ে পড়ে আরসিসি। শেষমেষ ১০.৭৫ কোটিতে তুলে নেয় ভুবিকে। 

দ্বিতীয় দিনের শুরুতে নিলামে ওঠেন মুকেশ কুমার। বাংলার বোলারকে ৮ কোটিতে রেখে দেয় দিল্লি ক্যাপিটলস। দৌড়ে ছিল পাঞ্জাব এবং চেন্নাই। ৬ কোটি পর্যন্ত ওঠে চেন্নাই। তারপর পিছিয়ে আসে। শেষপর্যন্ত ৬.৫০ কোটি দর হাঁকায় পন্টিংয়ের দল। তবে মুকেশকে পায়নি পাঞ্জাব। রাইট টু ম্যাচ কার্ড দিয়ে বাংলার পেসারকে নেয় দিল্লি। তুষার দেশপান্ডেকে ধরে রাখতে ব্যর্থ চেন্নাই সুপার কিংস। বেস প্রাইজ ছিল ১ কোটি। সেখান থেকে ৬.৫০ কোটিতে বিক্রি হলেন তরুণ পেসার। তুষারকে কেনে রাজস্থান রয়্যালস। সোমবার প্রথম পর্বে ভাল দর পান মার্কো জ্যানসেনও। ৭ কোটিতে তাঁকে কেনে পাঞ্জাব কিংস। ৫.৭৫ কোটিতে ক্রুনাল পাণ্ডিয়াকে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নীতিশ রানার জন্য ঝাঁপায়নি কলকাতা নাইট রাইডার্স। নাইটদের প্রাক্তন অধিনায়ককে ৪.২০ কোটিতে কেনে রাজস্থান রয়্যলস।