আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডকে উড়িয়ে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। এদিন রবি হাঁসদার জোড়া গোল, মনোতোষ মাঝি ও নরহরি শ্রেষ্ঠার গোলে বাংলা ৪-০-এ হারাল ঝাড়খণ্ডকে। 

চারটি দল নিয়ে প্রাথমিক পর্ব। তিনটি ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করে রয়েছে মূলপর্বের ছাড়পত্র। শুরুটা ভালই করল সন্তোষ ট্রফির ছেলেরা। 

সন্তোষ ট্রফিতে বাংলার প্রথম ম্যাচের আগে সৌভিক চক্রবর্তী থেকে অনুপম সরকার,  সবাই সোশ্যাল মিডিয়ায় উৎসাহ জুগিয়েছিলেন। মাঠে নেমে নরহরি শ্রেষ্ঠারা বোঝালেন শ্রেষ্ঠ হওয়াই তাঁদে্র লক্ষ্য। 

একসময়ে সন্তোষ ট্রফিতে বাংলার আধিপত্য ছিল। এখন আর সেই সুদিন নেই। গত কয়েকবছরে ব্যর্থতাই সঙ্গী হয়েছে। এবার সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলার রিমোট কন্ট্রোল। অতীতে মোহনবাগানকে আই লিগ এনে দিয়েছিলেন সঞ্জয় সেন, এবার বাংলায় সন্তোষ ফেরানোই তাঁর লক্ষ্য। 

ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার জয়ে খুশি সমর্থকরা। পরের ম্যাচগুলোয় আরও ভাল খেলার জন্য উৎসাহ দিচ্ছেন তারা।