আজকাল ওয়েবডেস্ক: নিজামের শহর থেকে যুদ্ধ জিতে ফিরল বাংলা দল।
লোকে লোকারণ্য কলকাতা বিমানবন্দর। ঢাক বাজছে। উৎসবের আবহ।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস করতালি দিয়ে স্বাগত জানালেন কোচ সঞ্জয় সেন-সহ বাংলার ফুটবলারদের। অধিনায়ক চাকু মাণ্ডি, ফাইনালের গোলদাতা রবি হাঁসদার মুখে হাজার ওয়াটের আলো।
বাংলার সফল কোচ সঞ্জয় সেন বললেন, ''আজ ক্রীড়ামন্ত্রী নিজে বিমানবন্দরে এসে যেভাবে ছেলেদের সম্মান দিয়ে গেলেন, তা ওদের আরও ভাল করতে উদ্বুদ্ধ করবে।''
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, রবি হাঁসদা-সহ বাংলার সন্তোষ জয়ী দলের বাকি সদস্যদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছেন তিনি। তাঁর এই প্রচেষ্টায় সরকারের সাহায্য চান অনির্বাণ।
বছরের শেষ দিনে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি ঘরে আনেন বাংলার ছেলেরা। গোটা টুর্নামেন্টে কিরণ ছড়িয়েছেন রবি হাঁসদা। অনির্বাণ দত্ত বলছিলেন, ''রবি গিফটেড প্লেয়ার।'' যাঁর সম্পর্কে এত কথা সেই রবি হাঁসদার লক্ষ্য এবার আই লিগ বা আইএসএলে খেলা। তিনি বলছিলেন, ''এই জার্নিটা শুরু হয়েছিল কল্যাণী থেকে। শেষ হল হায়দরাবাদে।''
