আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে।
তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত দুর্দান্ত ছন্দে রয়েছে। কিউয়িদের ইতিমধ্যেই নাস্তানাবুদ করে সিরিজ পকেটস্থ করে ফেলে ভারত।
কিন্তু ঘরের মাঠে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পা পিছলালেই গৌতম গম্ভীরকে নিয়ে বড় এবং কঠিন সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি এমনই আশঙ্কার কথা বলছেন।
গম্ভীর ভারতীয় দলের হেডস্যর হওয়ার পর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে হার মেনেছে। দক্ষিণ আফ্রিকাও এসে হারিয়ে দিয়ে গিয়েছে টেস্টে। সমস্যা আরও বাড়িয়েছে কিউয়িরা। ভাঙা দল নিয়ে এসে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে ভারতকে। কিউয়িদের বিরুদ্ধে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ভারত হার মানে কিউয়িদের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পদস্খলন ঘটলে চাপ এসে পড়বে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের উপরে। মনোজ বলছেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিততে না পারলে বিসিসিআই বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীরকে নিয়ে।''
বিশ্বকাপের বল গড়ানোর আগেই প্রমাদ গুনছেন মনোজ তিওয়ারি।
কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জনসমক্ষে জানান গৌতম গম্ভীরের সঙ্গে যা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী কাজ করে যাবেন। কিন্তু এই বিষয়ে মনোজের যুক্তি ভিন্ন। তিনি বলছেন, ''বিসিসিআই সচিব আগেই জানিয়েছেন চুক্তি শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন গম্ভীর। ওকে সরানোর কোনও প্রশ্নই নেই। কিন্তু আমার মনে হয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফলাফল না এলে বিসিসিআই গম্ভীরকে সরিয়ে দেবে। বড় সড় সিদ্ধান্ত নেবে।''
কিন্তু গম্ভীরকে সরানো হলে ভারতীয় দলের রিমোট কন্ট্রোল কার হাতে উঠবে? মনোজ তিওয়ারি বলছেন, '' রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন, তখন কোনও সফরে যদি না যেতেন, তাহলে ভিভিএস লক্ষ্মণকে পাঠানো হত। ফলে লক্ষ্মণই প্রথম পছন্দ হতে পারেন।''
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকেই।
ভারতের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
